মেহেরপুর দিনভর গনসংযোগ করলেন কেন্দ্রীয় কমিটির : প্রচার ও প্রকাশনা বিষয়ক সদস্য এম.এ.এস ইমন
- আপলোড টাইম : ০৬:১৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭
- / ৭২৬ বার পড়া হয়েছে
মেহেরপুর অফিস: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সদস্য ও পেট্রো বাংলার রুপান্তিত্ব প্রাকৃতিক গ্যাস কোম্পানি পরিচালনা পরিষদের পরিচালক এম.এ.এস ইমন দিনভর গনসংযোগ করেছেন। গতকাল রবিবার দিনভর মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর, বারাদি হিজুলীসহ বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ ও তৃনমূল নেতা-কর্মীদের সাথে গণসংযোগ করেছেন। এ সময় তিনি গ্রামের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় করেন এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চান। গণসংযোগে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আনারুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লাড্ডু, মেহেরপুর জেলা শ্রমিকলীগের আহ্বায়ক এনামুল হক, ছাত্রনেতা আতিক স্বপন, উপদেষ্টা সৈয়দ সোহেল রানা, পৌর আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সভাপতি এএসএম ফরিদ উদ্দিন, বারাদি ইউনিটের সাংগঠনিক শ্রমিকলীগের সভাপতি আলতাফ হোসেন, প্রচার সম্পাদক স্বাধীন, পিরোজপুর যুবলীগের সাধারন সম্পাদক ওয়াসিম হোসেন, ওয়ার্ড যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারন সম্পাদক কামাল হোসেনসহ দলীয় নেতা-কর্মীরা।