মহেশপুরে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত নতুন সদস্য সংগ্রহ : পুরাতন সদস্য নবায়ন কর্মসূচী অব্যাহত
- আপলোড টাইম : ০৬:১৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭
- / ৫০৩ বার পড়া হয়েছে
মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৬নং নেপা ইউনিয়ন বিএনপির উদ্দ্যোগে সভাপতি সাবেক মেম্বর মো. মহিউদ্দীন সভাপতিত্বে, কেন্দ্রীয় ঘোষিত সদস্য সংগ্রহ কর্মসূচীর কার্যক্রমে নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন করা উপলক্ষে বাকোসপোতা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র অন্যতম নেতা মোহা. মহিদুল ইসলাম শান্ত। তিনি তাঁর বক্তব্যের প্রথমেই বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রয়াত আরাফাত হোসেন কোকো, নেপা ইউপির সাবেক সভাপতি প্রয়াত ফরহাদ হোসেন মাস্টার, সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ সকল মৃত নেতাকর্মীর রুহের মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, বর্তমান সরকারের অত্যাচার নিপিড়নে দেশের সাধারণ জনগণ আজ মানবতার জীবন-যাপন করছে। তাঁরা আজ মুক্তি চায়। তাঁরা চায় সরকারের পরিবর্তন। দেশের গণতন্ত্র কে পুনঃরুদ্ধার করতে, এ মূহুর্তে দরকার খালেদা জিয়ার সরকার। তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারুন্যের অহংকার, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে, দেশের মানুষের ব্যক্তি স্বাধীনতা ভোটের অধিকার ফিরিয়ে দিতে আগামী দিনের সকল আন্দোলন, সংগ্রামের ঝাপিয়ে পড়ে, ধানের শীষের প্রতিকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে নেতাকর্মীদের কে নতুন নতুন সদস্য সংগ্রহের জন্য বাড়ী বাড়ী যেয়ে কাজ করার উদ্ধাত্ত আহবান জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির অন্যতম নেতা মো. আমিনুর রহমান মাস্টার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, প্রচার সম্পাদক মো: অলিয়ার রহমান মেম্বর, বিএনপি নেতা মো. সিরাজুল ইসলাম পচা, মোমিনুল আজম বকুল, সাইফুল ইসলাম, ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক মো. উজ্জল হোসেন, মো. ইসমাইল হোসেন, মো. হিরা প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নতুন সদস্যদের হাতে ফরম তুলে দেন।