দর্শনায় পূর্ব শত্রুতার জেরে একদল যুবকের অতর্কিত হামলায় জখম ১
- আপলোড টাইম : ০৫:২৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭
- / ৪৭৩ বার পড়া হয়েছে
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা দর্শনায় পূর্ব শত্রুতার জেরে একদল যুবক অতর্কিত হামলায় মিদুল (২৮) নামের এক যুবক গুরুতর জখম হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে দর্শনা পুরাতন রেল গেটের অদূরে এ ঘটনাটি ঘটে। আহত মিদুল দর্শনা আনোয়ারপুর গ্রামের হঠাত পাড়ার মৃত: কিতাব আলীর ছেলে। জানা গেছে, আহত মিদুল দর্শনায় উত্তর বঙ্গ ট্র্যান্সপোর্ট নামের একটি প্রতিষ্ঠান ম্যানেজার হিসাবে কর্মরত। গতকাল রাত ১১ টার দিকে প্রতিষ্ঠান বন্ধ করে একটি পাখি ভ্যানে করে বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে দর্শনা পুরাতন রেলগেটের অদূরে অন্ধকারে একদল যুবক মিদুলের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালাই। মিদুল নিজেকে বাচাতে দৌড়ে পালিয়ে রক্ষা পায়। এতে মিদুলের পিঠে ও চোখ গুরুতর জখম হয়। পরে মিদুল একটি সিএনজি যোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসে। কর্ব্যরত চিকিতসক মিদুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করেন। মিদুলের চাচাতো ভাই নুর-আলম সিদ্দীকি প্রতিবেদককে বলেন, বেশ কিছু দিন আগে মিদুলের সাথে কোন এক বিষয় নিয়ে এলাকার ঝামেলা হয়েছিল। এ বিষয়ে দামুড়হুদা থানাই মামলাও চলছে। এরই জের ধরে হামলা করতে পারে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার এস আই শরিফ বলেন, আমি যতটুকু জানতে পেরেছি, এটা পুর্বশত্রুতার জেরে এই হামলা হয়েছে। কে বা কারা এই হামলা চালিয়েছে এটা জানা সম্ভব হয় নাই।