গাংনীতে গার্ডার ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন এমপি
- আপলোড টাইম : ০৫:২৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭
- / ৬৭৬ বার পড়া হয়েছে
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার মালসাদহ-হাড়াভাঙ্গা সড়কের ১২ হাজার ৮৯০ চেইনেজে ১৫মিটার দীর্ঘ আর,আর,সি গার্ডার ব্রীজ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর কুষ্টিয়া জেলা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এ ব্রীজ নির্মিত হবে। গতকাল শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এ কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান, মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দীন সরকার, গাংনী থানার ওসি আনোয়ার হোসেন, জেলা আ.লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পদক শহিদুল ইসলাম শাহ, তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়াম্যান সেলিমা মমতাজ কাকলী, এলজিইডির কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি পাঠাগারের সহসভাপতি ইয়াছিন রেজা, তেঁতুলবাড়ীয়া ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান শিপু, পৌর ছাত্রলীগের নেতা ইমরান হাবিব, সৈনিকলীগ নেতা জিয়াউল হক, ছাত্রলীগ নেতা জুবায়ের হোসেন উজ্জল, ব্রীজ নির্মাণ কাজের ঠিকাদার মোখলেছুর রহমান প্রমূখ। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ব্রীজটি ১ কোটি ৩ লক্ষ ৪৩ হাজার ২৯৯ টাকা ব্যয়ে মেহেরপুর এলজিইডি এ নির্মাণ কাজ বাস্তবায়ন করবে।