ইপেপার । আজ শনিবার, ২২ মার্চ ২০২৫

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দর্শনা মোটর শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিকী নির্বাচন আজ : সভাপতি পদে-৩ সম্পাদক পদে-৪ জনসহ ১৩ পদের বিপরীতে প্রার্থী ২৬

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৫৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭
  • / ৪২৫ বার পড়া হয়েছে

দর্শনা অফিস: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ দর্শনা মোটর শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলবে বলে জানা গেছে। এবারের নির্বাচনে ১৩ পদের অনুকুলে ২৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ভোটের অনুকুলে ১হাজার ২৯৪জন ভোটার ভোট প্রদান করে তাদের নেতৃত্ব নির্বাচিত করবেন বলে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন আসা করছেন। গত বারের তুলনায় এ এবারের নির্বাচনে ৪৪জন ভোটার বেশী তাদের ভোট প্রয়োগ করবেন বলে জানা যায়। ১৩টি পদের অনুকুলে যারা ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। এরা হলেন সভাপতি পদে আব্দুল মোতালেব (লাঙ্গল), আব্দুল আলিম ফকির (হারিকেন), বিল্লাল হোসেন (ছাতা) মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি পদে মিনাজ উদ্দিন  (খেজুরগাছ), ফজলুর রহমান(দাঁড়িপাল্লা), আজাদ হোসেন  (চেয়ার), আবুল হোসেন (হরিণ) মার্কায় ভোট যুদ্ধ করছেন। সাধারণ সম্পাদক পদে জাকারিয়া জাকির (মশাল), মজিবুল হক বকুল (হাতুড়ি), নাজিমুদ্দিন (কুঁড়েঘর) ও আশরাফুল আলম সন্টু (বাই-সাইকেল) মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সহ-সম্পাদক পদে কামরুজ্জামান পিন্টু (হাতি) ও সাদ্দাম হোসেন (ট্রাক) মার্কায় ভোটে অংশ নিচ্ছেন। সম্পাদক পদে আনোয়ার হোসেন (টায়ার) ও আব্দুর রহমান (মাছ) মার্কায় ভোট যুদ্ধ করছেন। সাংগঠনিক সম্পাদক পদে আলমঙ্গীর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রচার সম্পাদক পদে আবু সাঈদ (মই), আনিছুর রহমান (মোমবাতি) ও জসিম উদ্দিন (রিক্সা) মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোষাধ্যক্ষ পদে মজিবর রহমান (চশমা) ও লিটন (কলস) এবং কার্যনির্বাহী সদস্য পদে গিয়াস উদ্দিন (পাখা), মন্টু হোসেন (হাঁস), শহিদুল ইসলাম (আম) ও আমিরুল ইসলাম (মোরগ) মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনকে ঘিরে দর্শনা শহর সরগরম হয়ে উঠেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দর্শনা মোটর শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিকী নির্বাচন আজ : সভাপতি পদে-৩ সম্পাদক পদে-৪ জনসহ ১৩ পদের বিপরীতে প্রার্থী ২৬

আপলোড টাইম : ০৪:৫৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭

দর্শনা অফিস: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ দর্শনা মোটর শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলবে বলে জানা গেছে। এবারের নির্বাচনে ১৩ পদের অনুকুলে ২৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ভোটের অনুকুলে ১হাজার ২৯৪জন ভোটার ভোট প্রদান করে তাদের নেতৃত্ব নির্বাচিত করবেন বলে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন আসা করছেন। গত বারের তুলনায় এ এবারের নির্বাচনে ৪৪জন ভোটার বেশী তাদের ভোট প্রয়োগ করবেন বলে জানা যায়। ১৩টি পদের অনুকুলে যারা ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। এরা হলেন সভাপতি পদে আব্দুল মোতালেব (লাঙ্গল), আব্দুল আলিম ফকির (হারিকেন), বিল্লাল হোসেন (ছাতা) মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি পদে মিনাজ উদ্দিন  (খেজুরগাছ), ফজলুর রহমান(দাঁড়িপাল্লা), আজাদ হোসেন  (চেয়ার), আবুল হোসেন (হরিণ) মার্কায় ভোট যুদ্ধ করছেন। সাধারণ সম্পাদক পদে জাকারিয়া জাকির (মশাল), মজিবুল হক বকুল (হাতুড়ি), নাজিমুদ্দিন (কুঁড়েঘর) ও আশরাফুল আলম সন্টু (বাই-সাইকেল) মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সহ-সম্পাদক পদে কামরুজ্জামান পিন্টু (হাতি) ও সাদ্দাম হোসেন (ট্রাক) মার্কায় ভোটে অংশ নিচ্ছেন। সম্পাদক পদে আনোয়ার হোসেন (টায়ার) ও আব্দুর রহমান (মাছ) মার্কায় ভোট যুদ্ধ করছেন। সাংগঠনিক সম্পাদক পদে আলমঙ্গীর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রচার সম্পাদক পদে আবু সাঈদ (মই), আনিছুর রহমান (মোমবাতি) ও জসিম উদ্দিন (রিক্সা) মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোষাধ্যক্ষ পদে মজিবর রহমান (চশমা) ও লিটন (কলস) এবং কার্যনির্বাহী সদস্য পদে গিয়াস উদ্দিন (পাখা), মন্টু হোসেন (হাঁস), শহিদুল ইসলাম (আম) ও আমিরুল ইসলাম (মোরগ) মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনকে ঘিরে দর্শনা শহর সরগরম হয়ে উঠেছে।