দামুড়হুদায় ইউএনও’র হস্তক্ষেপে বিলের বাঁধ অপসারণ
- আপলোড টাইম : ০৪:৫১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭
- / ৪১১ বার পড়া হয়েছে
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের হস্তক্ষেপে বিলের বাঁধ অপসারণ করা হয়েছে। দামুড়হুদা সদর ইউনিয়নের নাপিতখালি, পাটাচোরা, বদনপুর গ্রামের বিলের মধ্যে অবৈধভাবে কালভার্টের মুখ বন্ধ করে মাছের চাষ শুরু করেন নাপিতখালি গ্রামের নুর মোহাম্মদের ছেলে সানোয়ার। প্রভাবশালী সানোয়ারের হুমকি-ধামকি উপেক্ষা করে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের হস্তক্ষেপে অবৈধ বাঁধ অপসারণ করেছে ভুক্তভোগী বিক্ষুব্ধ জনতা। এতে করে অন্তত একশত বিঘা প্লাবিত জমি জলাবদ্ধমুক্ত হয়। কয়েক দিনের টানা বৃষ্টিতে ওই বিল উপচে পড়ে। এতে করে ৩/৫ ফুট পানির নিচে ডুবে যায় অন্তত শত বিঘা জমির আউশ ধান, রোপা-আমন ধান, বীজতলাসহ বিভিন্ন সবজি ক্ষেত। বিলের মধ্যে অবৈধভাবে কালভার্টের মুখ বন্ধ করে মাছ চাষি সানোয়ার প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে সাহস পাইনি। পরে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে ইউএনও রফিকুল হাসানের কাছে লিখিতভাবে তাদের সমস্যার কথা জানায়। স্থানীয় কৃষকরা জানান, গত কয়েক দিন পানি আটকে থাকায় তাদের মাঠের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কিছু ধান ও পাট ছাড়া অন্যান্য ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রাফিকুল হাসানের প্রশংসা ও সাধুবাদ জানিয়েছে শতাধিক গরীব কৃষক।