তিন ঘন্টার ব্যবধানে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের যুগিরহুদা ও নবীবগরে দুইটি দুর্ঘটনা পরিবহনের ধাক্কায় আলমসাধু ও পাখিভ্যান চালকের মর্মান্তিক মৃত্
- আপলোড টাইম : ০৫:৩৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭
- / ৩৮২ বার পড়া হয়েছে
তিন ঘন্টার ব্যবধানে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের যুগিরহুদা ও নবীবগরে দুইটি দুর্ঘটনা
পরিবহনের ধাক্কায় আলমসাধু ও পাখিভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে তিন ঘন্টার ব্যবধানে দুই পরিবহনের ধাক্কায় দুইজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যুগিরহুদা নামকস্থানে চুয়াডাঙ্গাগামী একটি পরিবহনের ধাক্কায় আলমসাধুচালক নিহত হন। রাত সাড়ে ১১টার দিকে নবীনগর নামকস্থানে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে পাখিভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়। তিন ঘন্টার ব্যবধানে একই সড়কে দুইটি দুর্ঘটনা ঘটলেও ঘাতক কোন পরিবহনকে আটক করা সম্ভব হয়নি।
জানা যায়, গতকাল সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিহি কৃষ্ণপুর থেকে আলমসাধু বোঝাই কচু নিয়ে সরোজগঞ্জ বাজারে হানেফ বাণিজ্যিক আড়তে বিক্রি করেন আলমসাধুচালক খলিল। পরে আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে নিজ আলমসাধুযোগে বাড়ী যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে ছয়মাইল যুগিরহুদা নামকস্থানে ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী একটি পরিবহন পিছন থেকে আলমসাধুর ধাক্কা দেয়। পরিবহনের ধাক্কায় আলমসাধুর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে যান খলিল। এসময় তার মাথা পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই খলিলের মৃত্যু হয়। নিহত খলিল (৩০) চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিহি কৃষ্ণপুরের মৃত মহিনউদ্দীনের জামাতা। তার বাড়ি কুষ্টিয়ায় হালসা গ্রামে বলে জানা গেছে। খলিল তার শ্বশুরবাড়ি ডিহি কৃষ্ণপুরেই থাকতেন। তবে, এই দুর্ঘটনা কোন পরিবহনে ঘটেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
পরে সংবাদ পেয়ে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম এবং এএসআই বেলাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনায় নিহত খলিলের লাশ ও খন্ডবিখন্ড আলমসাধু উদ্ধার করে সরোজগঞ্জ ক্যাম্পে নেন। এদিকে, আলমসাধু চালকের মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারে একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তির মৃত্যুতে তার পরিবারের নেমেছে হতাশা ও অনিশ্চয়তা।
অপরদিকে, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নবীনগরে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে আইনাল হোসেন নামের এক পাখিভ্যান চালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নবীনগরের গোলজার মাস্টারের চাতালের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত পাখিভ্যান চালক আইনাল হোসেন (৩৫) সরোজগঞ্জ বোয়ালিয়া পূর্বপাড়ার হাসেম আলীর ছেলে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরে কুতুবপুর ইউনিয়নে বোয়ালিয়া পূর্বপাড়ার হাসেম আলীর ছেলে পাখি ভ্যান চালক আইনাল (৩৫) গতকাল রাত সাড়ে ১১টার দিকে নবীননগরে যাত্রী নামিয়ে সরোজগঞ্জ বাজারে আসছিলেন। পথিমধ্যে নবীনগরের গোলজার মাষ্টারের চাতালের সামনে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয় আইনালের। পরে আইনালেন পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে নিজ গ্রামে নেয়। তবে অনেকের ধারনা ওই সময় রাস্তা ফাঁকা ছিল। ফলে কিসের সাথে দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া সম্ভব হচ্ছে না। তবে স্থানীয়দের ধারণা, পরিবহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটতে পারে।