ঝিনাইদহে দোকান থেকে ১১ লাখ টাকার কাপড় চুরি
- আপলোড টাইম : ০৫:২৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
- / ৩৮৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের কলাবাগান মোড়ের দুইটি কাপড়ের দোকানে গতকাল বুধবার ভোরে দুধর্ষ চুরি হয়েছে। চোরের ঘরের তালা ও সার্টার ভেঙ্গে দুই দোকান থেকে আনুমানিক ১১ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঝিনাইদহ সদর থানার সেকেন্ড অফিসার আনিছুর রহমান খবরের সত্যতা স্বীকার করে জানান, রতন বিশ্বাস ও আব্দুল কুদ্দুসের কাপড়ের দোকানে চুরি হয়েছে। চোরেরা পানির মটর, থ্রী পিচ, লুঙ্গি, বেডসীট ও শাড়ি কাপড় নিয়ে গেছে। এ ঘটনায় নাইট গার্ড বজলুর রহমান গড়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ব্যবসায়ী রতন বিশ্বাস পুলিশকে জানিয়েছেনে তার দোকান থেকে ৮/৯ লাখ টাকা ও আব্দুল কুদ্দুসের দোকান থেকে ৩/৪ লাখ টাকার কাপড় চুরি হয়েছে। সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, আমরা অভিযোগ পেয়েছি। চুরি হওয়া দোকানের মালিকরা তিন জন ব্যবসায়ীর নাম বলেছে। আমরা তদন্ত করে দেখছি। স্থানীয় ব্যবসায়ীরা জানান, রতন বিশ্বাস ও শামিমের সাথে দিপু এবং বিদ্যুতের বিরোধ আছে। তাদেরও পাশাপাশি কাপড়ের দোকান রয়েছে। চুরির বিষয়টি বিদ্যুৎ ও দিপুর উপর চাপিয়ে দেওয়া হতে পারে এমন আশংকা করছেন তারা। তবে পুলিশ তদন্তের স্বার্থে নাম প্রকাশ করেনি। এদিকে জনবহুল একটি এলাকার কাপড়ের দোকানে এ ধরনের দুধর্ষ চুরির ঘটনায় এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে।