শিরোনাম:
আলমডাঙ্গা থেকে ১৩০ জন হজ¦ যাত্রী ঢাকার পথে রওনা
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৫:২০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
- / ৩৮৩ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা হলুদপট্টির কাছ থেকে গতকাল ১৩০জন হজ¦যাত্রী হজ¦ পালনের উদ্দেশ্যে আলমডাঙ্গা থেকে ঢাকায় রওনা হয়। এসময় হজ¦ যাত্রীদের ঢাকায় যাওয়ার আগে দোয়া পাঠ করেন আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আলহাজ¦ সিরাজুল ইসলাম। তিনি হজ¦ যাত্রীদের উদ্দেশ্যে বলেন আপনারা হজ¦ করার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। সকলের মালামাল নিজের দায়িত্বে রাখবেন। আল্লাহপাক আপনাদের হজ¦ কবুল করলে অবশ্যই আপনারা সঠিক সময়ে সৌদি আরবের মোদিনাই পৗছাবেন। এসময় লেমারেসের পক্ষ থেকে তাদের প্রতিনিধি আলহাজ¦ আহাম্মদ আলীসহ ৪জন উপস্থিত ছিলেন।
ট্যাগ :