গাংনীতে জেলা প্রশাসক আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
- আপলোড টাইম : ০৫:০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭
- / ৩৮২ বার পড়া হয়েছে
গাংনী অফিস: গাংনীতে প্রথম বারের মত জেলা প্রশাসক আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৭ অনুষ্ঠিত হচ্ছে। গতকাল মঙ্গলবার বিকেলে সাহারবাটী ফুটবল মাঠে মটমুড়া ইউপি ফুটবল একাদশ ও সাহারবাটী ইউপি একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে ১-০ গোলে মটমুড়া একাদশ সাহারবাটী একাদশকে হারিয়ে বিজয় লাভ করেছে। খেলায় দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মাথায় মটমুড়া ইউপি একমাত্র গোলটি করে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৭ এর পরিচালনা পর্ষদের সভাপতি গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ মুর্শেদ অতুল, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন, সাহারবাটী ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক প্রমূখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক আশরাফুল হক।