দর্শনায় ভ্র্যাম্যমান আদালত গাঁজা ব্যবসায়ীর ৬ মাসের জেল
- আপলোড টাইম : ০৫:০০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭
- / ৩৬৬ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: দর্শনায় গাঁজা ব্যবসায়ী স্বপন (৩২) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে ভ্র্যাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার দুপুর ১টায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট রফিকুল হাসান এই কারাদন্ডাদেশ দেন। গাঁজা ব্যবসায়ী স্বপন দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে। মঙ্গলবার বেলা ১১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা তাকে আটক করে। আদালত সুত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মফিজুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে উপ-পরিদর্শক আবুল কালাম ও আকবার আলীকে সাথে নিয়ে দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে স্বপনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ১শ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট রফিকুল হাসান বেলা ১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১৯৯০এর ১৯(১)এর ধারা টেবিলে ৭নং ক্রমিকের ক ধারায় স্বপনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। মঙ্গলবারই তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।