চুয়াডাঙ্গা গাড়াবাড়িয়ায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ ও যন্ত্র সেবা কেন্দ্র উদ্বোধনকালে হুইপ ছেলুন এমপি : সরকারের সদিচ্ছার কারনে কৃষকদের কৃষি উপকরণ পেতে অসুবিধা হবেনা
- আপলোড টাইম : ০৪:৫৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭
- / ৪৪৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেছেন, সরকারের সদিচ্ছার কারনে কৃষকদের কৃষি উপকরণ পেতে অসুবিধা হচ্ছেনা। কৃষি কাজকে সহজ করতে সরকার ১৬ লাখ টাকা মূল্যের কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রপাতী দিয়েছে। কৃষিতে বর্তমান সরকার ব্যাপক ভর্তূকি দিচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য নিরলশ কাজ করে যাচ্ছেন। তিনি দেশ নিয়ে ছিনিমিনি খেলবেন না। আগে বর্ষাকালে খাদ্যাভাব দেখা দিতো, কিন্তু এখন তা দেখা যায় না। সকলের প্রচেষ্টায় দেশ এগিয়ে গেলেও ষড়যন্ত্র থেমে নেই। সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে।
তিনি গতকাল মঙ্গলবার বেলা ১২টায় চুয়াডাঙ্গার সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে ৬০০ জন কৃষাণ-কৃষাণী নিয়ে গড়ে ওঠা সমন্বিত কৃষক উন্নয়ন সংঘের উদ্বোধন ও কৃষি যন্ত্রপাতি বিতরণ এবং যন্ত্র সেবা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত বক্তব্য রাখেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গাড়াবাড়িয়া গ্রামের বাগানপাড়ায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে এ উদ্বোধন ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাশরুর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক প্রবির কুমার বিশ্বাস ও চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃনাল কান্তি দে।
বক্তব্য রাখেন কৃষক আব্দুল লতিফ ও হোসেন আলী। অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সমন্বিত কৃষক উন্নয়ন সংঘের কৃষকদের মধ্যে ১৬ লাখ টাকার কৃষি যন্ত্রাপাতি বিতরণ করেন। এছাড়াও সেখানে বিনামূল্যে ১টি করে কম্বাইন্ড হারভেস্টার, রিপার, থ্রেসার, পাওয়ার ট্রিলার চালিত সিডার ও রাইস ট্রান্সপ্লান্টার। সংগঠনের সদস্যরা কম মূল্যে ভাড়া নিয়ে যন্ত্র গুলো ব্যবহার করবে। এর ফলে তাদের সময় ও অর্থ বাঁচবে। সমবায় ভিত্তিক কৃষি উৎপাদন ও বাজারজাতকরণ কাজে তাদের সহযোগীতা হবে।
জাতীয় সংসদের হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামীলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আরো বলেন, কৃষকদের উন্নতীর জন্য সরকার সুযোগ সৃষ্টি করেছে। বেগম খালেদা জিয়ার সরকার লোকসানের দোহায় দিয়ে কৃষি সেক্টরে অনেক কিছু বন্ধ করে দিয়েছিলো। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেগুলো আবার চালু করা হয়েছে। অনুষ্ঠান শেষে কৃষক ও শিশুদের মধ্যে বিভিন্ন প্রজাতের গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি।