ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

জীবননগরে বাড়ির ভিতরে বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ! : প্রতিপক্ষের কোদালের আঘাতে আহত-১

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৫২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭
  • / ৪১১ বার পড়া হয়েছে

জীবননগর অফিস: জীবননগর পৌর শহরের নারায়নপুরে বাড়ির ভেতর দিয়ে বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে প্রতিপক্ষের কোদালের আঘাতে বিল্লাল নামের একজন রক্তাক্ত জখম হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধা সাড়ে ৬টার দিকে জীবননগর পৌরসভার ২নং ওয়ার্ডের নারায়নপুর সরকার পাড়ার কুদ্দুসের ছেলে দিনমজুর বিল্লালের (২৫) বাড়ির ভিতরে বৃষ্টির পানি জমে থাকায় সে ক্যানাল কেটে পানি বের করতে গেলে একই গ্রামের হালিমের তিন ছেলে আমিরুল, জামিরুল ও মনিরুল মিলে বিল্লালকে বেধড়কভাবে পিটাতে থাকে। এক পর্যায়ে আমিরুলের হাতে থাকা কোদাল দিয়ে বিল্লালের মাথায় আঘাত করলে মাথা ফেটে রক্তাক্ত জখম হয় সে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক তার মাথায় ছয়টি সেলাই দেন।
এ ব্যাপারে জীবননগর পৌরসভার প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ড কাউন্সিলার সাইদুর রহমানের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন আমি ওই সময় গ্রামে ছিলাম না। তবে এলাকাবাসীর নিকট থেকে শুনতে পারি যে আমিরুল ও বিল্লালদের মধ্যে বাড়ির ভিতরে পানি যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে বিল্লালের মাথা ফেটে রক্তবের হওয়ায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা শুনেই আমি বিল্লালকে জীবননগর হাসপাতালে দেখতে গিয়েছি এবং বিল্লালের মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে।
এদিকে এ ঘটনায় বিল্লালবাদী হয়ে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগরে বাড়ির ভিতরে বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ! : প্রতিপক্ষের কোদালের আঘাতে আহত-১

আপলোড টাইম : ০৪:৫২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭

জীবননগর অফিস: জীবননগর পৌর শহরের নারায়নপুরে বাড়ির ভেতর দিয়ে বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে প্রতিপক্ষের কোদালের আঘাতে বিল্লাল নামের একজন রক্তাক্ত জখম হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধা সাড়ে ৬টার দিকে জীবননগর পৌরসভার ২নং ওয়ার্ডের নারায়নপুর সরকার পাড়ার কুদ্দুসের ছেলে দিনমজুর বিল্লালের (২৫) বাড়ির ভিতরে বৃষ্টির পানি জমে থাকায় সে ক্যানাল কেটে পানি বের করতে গেলে একই গ্রামের হালিমের তিন ছেলে আমিরুল, জামিরুল ও মনিরুল মিলে বিল্লালকে বেধড়কভাবে পিটাতে থাকে। এক পর্যায়ে আমিরুলের হাতে থাকা কোদাল দিয়ে বিল্লালের মাথায় আঘাত করলে মাথা ফেটে রক্তাক্ত জখম হয় সে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক তার মাথায় ছয়টি সেলাই দেন।
এ ব্যাপারে জীবননগর পৌরসভার প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ড কাউন্সিলার সাইদুর রহমানের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন আমি ওই সময় গ্রামে ছিলাম না। তবে এলাকাবাসীর নিকট থেকে শুনতে পারি যে আমিরুল ও বিল্লালদের মধ্যে বাড়ির ভিতরে পানি যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে বিল্লালের মাথা ফেটে রক্তবের হওয়ায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা শুনেই আমি বিল্লালকে জীবননগর হাসপাতালে দেখতে গিয়েছি এবং বিল্লালের মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে।
এদিকে এ ঘটনায় বিল্লালবাদী হয়ে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।