গোকুলখালী ডা. আফছার উদ্দিন কলেজে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণে জেলা পরিষদ চেয়ারম্যান খোকন
- আপলোড টাইম : ০৪:৫১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭
- / ৫০৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী ডা. আফছার উদ্দিন কলেজে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে। পরে সাংস্কৃতিক আয়োজনে আনান্দে মেতে উঠে নতুন শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় অত্র কলেজের অধ্যক্ষ মো. মাহবুল ইসলাম সেলিমের স্বাগত বক্তব্যে নবীন বরণ অনুষ্ঠানে কলেজ কমিটির সভাপতি খাদিমপুর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, দামুড়হুদা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান। আরো ছিলেন গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক, গোকুলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাবুদ্দিন, বিদ্যুৎসাহি সদস্য (গভর্র্নিং বডি) মো. মোশাররফ হোসেন, অভিভাবক সদস্য (গভর্র্নিং বডি) মো. ফরিদ হোসেন ও মো. নুরুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হুসাইন জ্যাকি, যুবলীগ নেতা মাফিজুর রহমান মাফি। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন অত্র কলেজের বাংলা প্রভাষক মো. কুদরাত-ই- খুদা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অত্র কলেজের গনিতের প্রভাষক মো. মনিরুল ইসলাম। এছাড়া অত্র কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মো, রমজান আলি ও একাদশ শ্রেণীর ছাত্রী নাহিদা আক্তারসহ কলেজের শিক্ষার্থীরা নতুনদের বরণ নেয়। আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে নতুন শিক্ষার্থীরাসহ সকল শিক্ষার্থী আনান্দে মেতে উঠে।