দামুড়হুদায় ভ্রামমান আদালতে গাঁজা ব্যবসায়ীর ৬ মাসের জেল
- আপলোড টাইম : ০৪:৪০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭
- / ৩৮১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় গাঁজা ব্যবসায়ী আজিজুল হককে (২৭) ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রামমান আদালত। গতকাল সোমবার বেলা ১১টায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রফিকুল হাসান এই কারাদন্ডাদেশ দেন। আজিজুল হক দামুড়হুদার পুড়াপাড়া গ্রামের মৃত্যু বাবর আলী মন্ডলের ছেলে। আদালত সুত্রে জানাযায়, সোমবার সকালে দামুড়হুদা মডেল থানার এসআই লিয়াকত গোপন সংবাদের ভিত্তিত্বে সংবাদ পেয়ে সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার দর্শনা রেল গেট এলাকা থেকে উপজেলার পুড়াপাড়া গ্রামের মৃত্যু বাবর আলী মন্ডলের ছেলে আজিজুল হককে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয়। উপজেলা নির্বহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রফিকুল হাসান বেলা ১১টায় ঘটনা স্থলে উপস্থিত হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ১৯৯০এর ১৯(১)এর ধারা টেবিলে ৭নং ক্রমিকের ‘ক’ ধারায় আজিজুল হককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। ঘটনা স্থলেই উদ্ধারকৃত গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।