আলমডাঙ্গা সমাজসেবা অফিসের মাধ্যমে বয়ষ্ক বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধিদের ভাতার বই বিতরণ
- আপলোড টাইম : ০৪:৩৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭
- / ৬৩১ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বয়ষ্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবদ্ধিদের ভাতার বই প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই প্রদান করেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আবু তালেব, মনিরুজ্জামান, মনির উদ্দিন, নাজমুল হাসান, সালমা খাতুন, আজিজুল হক, খোদাবক্স। এ বছর বৃদ্ধিকৃত ৯৩৫জনকে ভাতার বই বিতরণ করা হয়। প্রতিস্থাপনকৃত ১ হাজার ২২ জনকে ভাতার বই দেওয়া হয়। মোট ১ হাজার ৯৫৭জনকে বয়ষ্ক, বিধবা মাসিক ৫০০ টাকা হারে ও অসচ্ছল প্রতিবন্ধি ভাতা ৬০০ টাকা হারে ৯৩৫জনকে ৬ হাজার টাকা করে প্রায় ৭ লাখ টাকা ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি ভাতাভোগীদের উদ্দেশ্যে বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনাতের কথা বিবেচনা করে বৃদ্ধিকৃত ভাতা প্রদান করেছেন। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের মাধ্যমে সরকার বয়ষ্ক, বিধবা ও প্রতিবন্ধিদের ভাতাসহ মুক্তিযোদ্ধা, দলিত হরিজন ও হিজরাদের ভাতা প্রদান করে থাকে।