কার্পাসডাঙ্গায় প্রকৃত মৎস্যজীবিদের নাম নেই তালিকায়!
- আপলোড টাইম : ০৪:৩২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭
- / ৩৩৯ বার পড়া হয়েছে
কার্পাসডাঙ্গা অফিস: দামুড়হুদা উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক প্রকৃত মৎস্যজীবিদের তালিকা করনে দূর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। জাল, দড়া কিছুই নেই, মাছ ধরা বা চাষের সাথে জড়িত নয়। এমনই ব্যক্তির নাম মৎস্যজীবিদের তালিকাতে থাকায় কার্পাসডাঙ্গা এলাকায় প্রকৃত মৎস্যজীবিদের ভেতর ক্ষোভ সৃষ্টি হয়েছে। জানা গেছে, ভৈরব নদীর পার্শ্ববর্তী গ্রামগুলো থেকে মৎস্যজীবিদের তালিকা, প্রশিক্ষন ও ভাতা দেওয়া হচ্ছে, কিন্তু তালিকাতে অমৎস্যজীবিরা রয়েছে বলে অভিযোগ উঠে। যেমন কার্পাসডাঙ্গার ভূমিহীন পাড়ার লাবলু, জিয়াউর, আদিবাসীপাড়ার বিকাশ, মিশনপাড়ার মিষ্টার রবিন মন্ডল, কালাম, কোমরপুরের মন্টুসহ একাধিক অমৎস্যজীবিদের নাম তালিকাতে রয়েছে বলে অভিযোগ সূত্রে জানা গেছে। প্রকৃত মৎস্যজীবিদের তালিকাতে নাম অন্তর্ভুক্ত করতে জেলা প্রশাসক মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকার প্রকৃত মৎস্যজীবিরা।