দর্শনায় সাবেক জেলা পরিষদ প্রশাসক মনজুর গণসংযোগ
- আপলোড টাইম : ০৫:০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭
- / ৩৭২ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনে সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু গতকাল দর্শনা পৌরসভা এলাকায় গণসংযোগ করেছে। গতকাল বিকাল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনা পৌরসভার ১নং ওর্য়াড এলাকায় গণসংযোগ করেন। চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেতে তিনি বেশ কিছুদিন ধরে চুয়াডাঙ্গা-২ আসন এলাকায় গণ-সংযোগ করছেন। গণসংযোগকালে তিনি বলেন, বর্তমান সরকার যখন সারা দেশে উন্নয়ন করছে। তখন আমরা চুয়াডাঙ্গা-২ আসনের মানুষ সেই উন্নয়ন ছোয়া থেকে বঞ্চিত হয়েছি। আগামীতে যাতে যোগ্য নেত্রীত্ব হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী জন-নেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা মার্কায় মনোনয়ন দেন তাহলে এ অঞ্চলের মানুষের সর্বক্ষেত্রে উন্নয়ন করে যাব। জেলা পরিষদে দায়িত্ব পাওয়ার পর আমি আমার সাধ্যমত এলাকার উন্ন্য়ন করার চেষ্টা করেছি তা আপনারা দেখেছেন। এসময় দর্শনা পৌর এলাকার ১নং ওর্য়াড আওয়ামীলীগের নেতা কর্মীরা সাথে ছিলেন। এদের মধ্যে দর্শনা পৌর আওয়ামীলীগের সহ-সভপতি আমির হোসেন, হাজী আকমত আলী, হুমায়ন কবির, দস্ত গ্রামের আব্দুল বারি, ইবাদত মন্ডল, নজরুল ইসলাম, পরানপুরের ফরজ মল্লিক, বড়শলুয়া কলেজের প্রতিষ্ঠাতা ফারুক হোসেন, অহিদুল ইসলাম, কোটালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল্টু মিয়া, বড়শলুয়া মাদ্রাসার সভাপতি আশাদুল হক, যুবলীগ নেতা এম এ ফয়সাল, আক্তার হোসেন, আব্দুল হান্নান, ফারুক আহম্মেদ, সাকেব দর্শনা কলেজ ছাত্রলীগ নেতা বাকি বিল্লা, বিপ্লব, রাকিব, সুমন প্রমুখ।