পত্রিকার প্রধান সম্পাদক সাবেক ছাত্রনেতা নাজমুল হক স্বপনের মাতা : আনোয়ারা বেগমের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক : আজ বাদ আছর চুয়াডাঙ্গা কোর্ট মসজিদে নামাজে জানাযা শেষে জান্নাতুল মওলা কবরস্থানে দাফন
- আপলোড টাইম : ০৪:৪৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭
- / ৩৭৩ বার পড়া হয়েছে
সমীকরণ ডেস্ক: দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক সাবেক ছাত্রনেতা নাজমুল হক স্বপনের মাতা আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা কোর্টপাড়াস্থ পুলিশ পার্ক লেনের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে মরহুমা আনোয়ারা বেগম তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গার রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
চুয়াডাঙ্গা কোর্টপাড়ার পুলিশ পার্ক লেনের বাসিন্দা মৃত মতিউল হকের স্ত্রী মরহুমা আনোয়ারা বেগম অস্ট্রেলিয়া প্রবাসী ছেলের বাড়িতে গিয়ে অসুস্থ্য হয়ে পড়েন। সেখানে চিকিৎসা শেষে দেশে ফিরে বেশকিছুদিন সুস্থ্য থাকার পর গত শুক্রবার মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত রোগে আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ি সকল পরিক্ষা-নিরিক্ষা করাসহ চিকিৎসা চলাকালীন গতকাল রোববার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
গতকাল তার মৃত্যুর খবর পেয়ে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে কোর্টপাড়ার বাসভবনে আসেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, দৈনিক সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুসাইন মালিক, ব্যবস্থাপনা সম্পাদক আমান উল্লাহ আমান, হেমন্ত কুমার সিংহ রায়সহ সমীকরণ পরিবার ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। এছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি খুস্তার জামিল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জামান গ্রুপ অব কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান, সাহিদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক, ডায়মন্ড ওয়ার্ল্ডের পরিচালক দীলিপ কুমার আগরওয়ালা, দৈনিক সময়ের সমীকরণের সম্পাদক-প্রকাশক শরীফুজ্জামান শরীফ, জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আজাদ মালিতা, সাধারণ সম্পাদক ফাইজার চৌধূরী, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, পরিবেশক সমিতির সভাপতি হাজী মো. সালাউদ্দীন চান্নু, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফিরোজ সারোয়ার রোমান, যুগ্ম-আহ্বায়ক মোমিনূর রহমান মোমিন, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির নেতা সুমন পারভেজ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমূল হাবিব সেলিম, ব্যবসায়ী পলাশ কুমার সাহা। এছাড়া সাংবাদিক এমএ মামুন, রফিকুল ইসলাম, রাজিব হাসান কচি, শাহ আলম সনি, রিফাত রহমান, রফিক রহমান, বিপুল আশরাফ, রেজাউল করিম লিটনসহ সাংবাদিক নেতৃবৃন্দ। এবং দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক-প্রকাশক সরদার আল আমিন, প্রতিদিনের নতুন খবর পত্রিকার সম্পাদক-প্রকাশক আসাদুজ্জামান আসাদ ও দৈনিক আকাশখবর পত্রিকার কার্য-নির্বাহী সম্পাদক তানজির আহম্মেদ রনি। আজ সোমবার বাদ আছর চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদে মরহুমার নামাজে জানাযা শেষে জান্নাতুল মওলা কবরস্থানে দাফন করা হবে।