ট্রাকের ধাক্কায় শিশু রাইম আহত
- আপলোড টাইম : ০৫:১৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭
- / ৩৪৪ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা রোয়াকুলিতে আলমসাধু থেকে নামার সময় বিপত্তি:
ট্রাকের ধাক্কায় শিশু রাইম আহত : রাজশাহী রেফার
শহর প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামে রাইম (৪) নামের এক শিশু ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত শিশু রাইম চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের দক্ষিনপাড়ার মুক্তারের ছেলে। শিশু রাইমের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নতি চিকিতসার জন্য গতকালই কর্তব্যরত চিকিতসক রাজশাহী রেফার করেন। এদিকে উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পে হস্তান্তর করে। জানা গেছে, গতকাল বিকালে শিশু রাইম তার পরিবারের সাথে একটি করিমনযোগে নিজ বাসার সামনে পৌছায়। করিমন থেকে নামার সময় পরিবারের অসাবধানতায় বিপরীত থেকে আসা একটি ট্রাকের সামনের বাম্পারের সাথে স্বজোরে ধাক্কা লাগে। এতে শিশু রাইম ছিটকে রাস্তার উপরে পড়ে যায় এবং গুরুতর মাথায় আঘাত পাই। পরে স্থানীয়দের সহযোগিতার পরিবারের সদস্যরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শিশু রাইমের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নতি চিকিতসার জন্য গতকালই কর্তব্যরত চিকিতসক রাজশাহী রেফার করেন।