চুয়াডাঙ্গায় ইয়াবাসহ বাগানপাড়ার মিনহাজ আটক
- আপলোড টাইম : ০৫:৫৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭
- / ৩৩৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়া থেকে ইয়াবাসহ মাদকব্যবসায়ী মিনহাজকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে বাগানপাড়ায় নিজবাড়ির সামনে থেকে তাকে আটক করে সদর ফাড়ি পুলিশ। এসময় মিনহাজের কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকালই তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। চুয়াডাঙ্গা সদর ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ায় অভিযান চালানো হয়। বাগানপাড়ায় নিজবাড়ির সামনে থেকে মাদকব্যবসায়ী মিনহাজকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত মিনহাজ বাগানপাড়ার মৃত আলী হোসেনের ছেলে। পরে তাকে আটক করে সদর থানায় সোপর্দ করা হয়। গতকালই মিনহাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আদালতে সোপর্দ করা হয়েছে।