ইপেপার । আজ শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

গাংনীতে দু’টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:৪১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০১৬
  • / ৪১৬ বার পড়া হয়েছে

গাংনী অফিস: গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে দু’টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। গতকাল বুধবার রাতে গাংনীর তেতুলবাড়িয়া ও করমদি গ্রামে এ অভিযান চালানো হয়। গাংনী থানার সেকেন্ড অফিসার মনিরুজ্জামান জানান, ভূয়া নম্বর প্লেট ব্যবহার করে চোরাই মোটর সাইকেল ব্যবহার করা হচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের দু’টি টীম অভিযান চালায়। একটি টীম তেতুলবাড়িয়া গ্রামের ইমতিয়ার আলীর বাড়ি থেকে বাজাজ সিটি-১০০ (যার রেজি নং- রাজশাহী ল- ১২-৮১২৮) এবং অপর টিম করমদি গ্রামের প্রাক্তন সেনা সদস্য আব্দুল কাদেরের বাড়ি থেকে একটি ডিসকোভার ১৫০ সিসি (যার নং- চুয়াডাঙ্গা ল- ১১-০৯৭৪) উদ্ধার করে। পুলিশ জানায়, মোটরসাইকেলের বর্তমান মালিকদ্বয় অ্যাফিডেফিটের মাধ্যমে তেতুলবাড়িয়া গ্রামের চিহ্নিত চোরাচালানী কুদ্দসের কাছ থেকে মোটর সাইকেল ক্রয় করেন। কুদ্দুসকে আটকের চেষ্টা চলছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

গাংনীতে দু’টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

আপলোড টাইম : ১২:৪১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০১৬

গাংনী অফিস: গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে দু’টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। গতকাল বুধবার রাতে গাংনীর তেতুলবাড়িয়া ও করমদি গ্রামে এ অভিযান চালানো হয়। গাংনী থানার সেকেন্ড অফিসার মনিরুজ্জামান জানান, ভূয়া নম্বর প্লেট ব্যবহার করে চোরাই মোটর সাইকেল ব্যবহার করা হচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের দু’টি টীম অভিযান চালায়। একটি টীম তেতুলবাড়িয়া গ্রামের ইমতিয়ার আলীর বাড়ি থেকে বাজাজ সিটি-১০০ (যার রেজি নং- রাজশাহী ল- ১২-৮১২৮) এবং অপর টিম করমদি গ্রামের প্রাক্তন সেনা সদস্য আব্দুল কাদেরের বাড়ি থেকে একটি ডিসকোভার ১৫০ সিসি (যার নং- চুয়াডাঙ্গা ল- ১১-০৯৭৪) উদ্ধার করে। পুলিশ জানায়, মোটরসাইকেলের বর্তমান মালিকদ্বয় অ্যাফিডেফিটের মাধ্যমে তেতুলবাড়িয়া গ্রামের চিহ্নিত চোরাচালানী কুদ্দসের কাছ থেকে মোটর সাইকেল ক্রয় করেন। কুদ্দুসকে আটকের চেষ্টা চলছে।