ইপেপার । আজ রবিবার, ২৩ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ : ধারাভাষ্যে পুলিশ সুপার নিজাম উদ্দীন : পুলিশ অফিসকে ৫-৩ গোলে হারিয়ে জয়ী পুলিশ লাইন্স

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৪৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭
  • / ৬২৭ বার পড়া হয়েছে

হুসাইন মালিক: চুয়াডাঙ্গার পুলিশ সুপার নিজাম উদ্দীনের ব্যক্তিগত উদ্যোগে পুলিশ অফিস বনাম পুলিশ লাইন্স’র মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শারীরিক নৈপূর্ণময় খেলায় পুলিশ লাইন্স একাদশের দেয়া ৫ গোল হজম করে পরাজয় বরণ করে নিয়েছে পুলিশ অফিস। বিনিময়ে তাঁরাও নির্ধারিত সময়ে ৩ গোল পুলিশ লাইন্সের জালে জড়িয়েছে। পুলিশ লাইন্সের পক্ষে ৫ গোলের মধ্যে ৩ গোল করে ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার কলিমুল্লাহ।
গতকাল শুক্রবার বিকেল ৫টায় পুলিশ লাইন্স মাঠে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে মূল আয়োজক, ধারাভাষ্যকার ও প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার নিজাম উদ্দীন। পুলিশ লাইন্স একাদশের নেতৃত্বদেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম প্রতিপক্ষ পুলিশ অফিস একাদশের নেতৃত্বদেন সিনিয়র সহকারী পুলিশ সুপার কলিমুল্লাহ।
খেলা শেষে পুলিশ সুপার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন। এ ছাড়াও অংশগ্রহণকারী প্রতি খেলোয়াড় ও উপস্থিত দর্শকদেরকেও শুভেচ্ছা পুরস্কার প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, উভয় দলের খেলার মানই ছিল বেশ নয়নাভিরাম। এ দুটি দল একত্রে খেললে দেশের যে কোন শক্তিশালী দলকেই হার মানাতে পারবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। তিনি বলেন, ফুটবল খেলা দেহ ও মন সুস্থ রাখতে সহায়তা করে। একজন ভাল খেলোয়াড় তার কর্মক্ষেত্রেও ভাল কিছু করে থাকে। কেননা ফুটবল নিয়মানুবর্তিতার শিক্ষা দেয়। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যাস্ততম কার্মকান্ডের মধ্যেও পুলিশ সদস্যরা ভাল খেলায় তিনি সকল খেলোয়াড়কে ধন্যবাদ জানান। খেলাটি সার্বিক পরিচালনা করেন পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান খান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ : ধারাভাষ্যে পুলিশ সুপার নিজাম উদ্দীন : পুলিশ অফিসকে ৫-৩ গোলে হারিয়ে জয়ী পুলিশ লাইন্স

আপলোড টাইম : ০৫:৪৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭

হুসাইন মালিক: চুয়াডাঙ্গার পুলিশ সুপার নিজাম উদ্দীনের ব্যক্তিগত উদ্যোগে পুলিশ অফিস বনাম পুলিশ লাইন্স’র মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শারীরিক নৈপূর্ণময় খেলায় পুলিশ লাইন্স একাদশের দেয়া ৫ গোল হজম করে পরাজয় বরণ করে নিয়েছে পুলিশ অফিস। বিনিময়ে তাঁরাও নির্ধারিত সময়ে ৩ গোল পুলিশ লাইন্সের জালে জড়িয়েছে। পুলিশ লাইন্সের পক্ষে ৫ গোলের মধ্যে ৩ গোল করে ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার কলিমুল্লাহ।
গতকাল শুক্রবার বিকেল ৫টায় পুলিশ লাইন্স মাঠে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে মূল আয়োজক, ধারাভাষ্যকার ও প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার নিজাম উদ্দীন। পুলিশ লাইন্স একাদশের নেতৃত্বদেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম প্রতিপক্ষ পুলিশ অফিস একাদশের নেতৃত্বদেন সিনিয়র সহকারী পুলিশ সুপার কলিমুল্লাহ।
খেলা শেষে পুলিশ সুপার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন। এ ছাড়াও অংশগ্রহণকারী প্রতি খেলোয়াড় ও উপস্থিত দর্শকদেরকেও শুভেচ্ছা পুরস্কার প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, উভয় দলের খেলার মানই ছিল বেশ নয়নাভিরাম। এ দুটি দল একত্রে খেললে দেশের যে কোন শক্তিশালী দলকেই হার মানাতে পারবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। তিনি বলেন, ফুটবল খেলা দেহ ও মন সুস্থ রাখতে সহায়তা করে। একজন ভাল খেলোয়াড় তার কর্মক্ষেত্রেও ভাল কিছু করে থাকে। কেননা ফুটবল নিয়মানুবর্তিতার শিক্ষা দেয়। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যাস্ততম কার্মকান্ডের মধ্যেও পুলিশ সদস্যরা ভাল খেলায় তিনি সকল খেলোয়াড়কে ধন্যবাদ জানান। খেলাটি সার্বিক পরিচালনা করেন পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান খান।