ইপেপার । আজ রবিবার, ২৩ মার্চ ২০২৫

জীবননগর আন্দুলবাড়িয়ায় গ্যাসের চুলা জ্বালানোর সময় বিপত্তি : অসতর্কতায় গ্যাসের আগুনে মা-ছেলে দগ্ধ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৪৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭
  • / ৩৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ার রাজধানী পাড়ায় গ্যাসের চুলা জ্বালানোর সময় অসতর্কতা বশত সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে আগুন ধরে মা ও ছেলে দগ্ধ হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে তাদের নিজ বাড়ির রান্না ঘরে এ ঘটনা ঘটে।
প্রতিবেশী আশাবুল ইসলাম জানান, গত পরশু বুধবার বাজার থেকে তারা একটি গ্যাস সিলিন্ডার কিনে বাড়িতে নিয়ে আসে। কিন্তু সিলিন্ডারটি চুলার সাথে সেট করতে পারছিল না। বেশ কয়েকবার আমাকেও ডেকেছে সিলিন্ডারটি ঠিক করে দেওয়ার জন্য। সিলিন্ডারের হোল্ডারের সঙ্গে সংযোগটি ঠিকমত না থাকায় সেখান থেকেই অল্প অল্প করে গ্যাস বেরিয়ে সারা ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। এদিন বিকেলে রান্নার জন্য গ্যাসের চুলায় আগুন দিতেই সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ওই পাড়ার মরহুম সাংবাদিক খন্দকার নাসির উদ্দিনের স্ত্রী হাবিবা সুলতানা (৫০) ও তার ছেলে খন্দকার তানজির আহম্মেদ (১৩) দগ্ধ হয়। এ সময় তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কানিজ নাঈমা জানান, অগ্নিদগ্ধ হাবিবা সুলতানার শরীরের ৫০ ভাগ ও তানজির আহম্মেদের শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগর আন্দুলবাড়িয়ায় গ্যাসের চুলা জ্বালানোর সময় বিপত্তি : অসতর্কতায় গ্যাসের আগুনে মা-ছেলে দগ্ধ

আপলোড টাইম : ০৫:৪৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭

নিজস্ব প্রতিবেদক: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ার রাজধানী পাড়ায় গ্যাসের চুলা জ্বালানোর সময় অসতর্কতা বশত সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে আগুন ধরে মা ও ছেলে দগ্ধ হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে তাদের নিজ বাড়ির রান্না ঘরে এ ঘটনা ঘটে।
প্রতিবেশী আশাবুল ইসলাম জানান, গত পরশু বুধবার বাজার থেকে তারা একটি গ্যাস সিলিন্ডার কিনে বাড়িতে নিয়ে আসে। কিন্তু সিলিন্ডারটি চুলার সাথে সেট করতে পারছিল না। বেশ কয়েকবার আমাকেও ডেকেছে সিলিন্ডারটি ঠিক করে দেওয়ার জন্য। সিলিন্ডারের হোল্ডারের সঙ্গে সংযোগটি ঠিকমত না থাকায় সেখান থেকেই অল্প অল্প করে গ্যাস বেরিয়ে সারা ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। এদিন বিকেলে রান্নার জন্য গ্যাসের চুলায় আগুন দিতেই সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ওই পাড়ার মরহুম সাংবাদিক খন্দকার নাসির উদ্দিনের স্ত্রী হাবিবা সুলতানা (৫০) ও তার ছেলে খন্দকার তানজির আহম্মেদ (১৩) দগ্ধ হয়। এ সময় তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কানিজ নাঈমা জানান, অগ্নিদগ্ধ হাবিবা সুলতানার শরীরের ৫০ ভাগ ও তানজির আহম্মেদের শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।