কার্পাসডাঙ্গায় আইএফএমসি’র কৃষানী কদবানু : বাড়ীর আঙ্গিনায় গাছ লাগিয়ে সবুজ বিপ্লব ঘটিয়েছে
- আপলোড টাইম : ০৫:৪০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭
- / ৭৩৫ বার পড়া হয়েছে
কার্পাসডাঙ্গা অফিস: স্বাস্থ্য, পুষ্টি, অর্থ চাই বেশি করে গাছ লাগায়। দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে কনব খাটি। গাছ লাগায় জীবন বাচায়, এই সব স্লোগানে উদ্বুদ্ধ হয়ে সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেট আইএফএমসি’র প্রশিক্ষন প্রাপ্ত কৃষানী কার্পাসডাঙ্গা ভুমিহীন পাড়ার কদবানু তার বসত বাড়ীর আঙ্গিনায় বিভিন্ন গাছ লাগিয়ে সবুজ বিপ্লব ঘটিয়েছে, এ যেন সবুজের সমাহার। গাছ লাগিয়ে তিনি বর্তমানে স্বাবলম্বি হতে চলেছে। দেখা গেছে কদবানুর বড়ীর আঙ্গিনায় ফলজ গাছ কাঠাল, পিয়ারা, ডালিম, আম, লেবু, আপেলকুল, ফল ধরার অপেক্ষায় রয়েছে কদবেল, নারিকেল, সুপারি, তাল, খেজুর, আঙ্গুর গাছ রয়েছে। সবজি হিসেবে পুইশাক, কচু, ওল, মানগিরি, সজনেশাক, শিম, কুমড়া, ঝিঙ্গে, করলা, কলা, ইত্যাদি রয়েছে। টগরফুল, মাধবীফুল আছে। দামুড়হুদা উপজেলা কৃষিসম্প্রসারন অধীদপ্তরের সহযোগীতায় সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেট আইএফএমসি’র প্রকল্পে কার্পাসডাঙ্গা ভূমিহীন পাড়ার ৫০জন কৃষক-কৃষানী ৫মাস প্রশিক্ষন গ্রহন করে। পশুপালন, সবজি চাষ, মৎস্যচাষ, রোগ নির্ণয়ও রোগ প্রতিরোধসহ বন্ধু পোকা শত্রু পোকা চিনতে পারাসহ বিভিন্ন বিযয়ে জ্ঞান অর্জন হয়েছে। তিনি প্রতিবেদককে জানায় প্রতিটি পরিবার ইচ্ছা করলে তার বাড়ীর আঙ্গীনায় বিভিন্ন গাছ লাগিয়ে সংসারে সুখ আনতে পারে।