মেহেরপুরে জেলা ছাত্রলীগের মতবিনিময় সভা
- আপলোড টাইম : ০৫:৩১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭
- / ৩৪২ বার পড়া হয়েছে
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পাদক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সফুয়ান আহাম্মেদ রুপক, যুবলীগ নেতা সাজেদুর রহমান সাজু, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা অমিত হাসান। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানার সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সভাপতি রাশেদুল ইসলাম আনন্দ, যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম, কলেজ সভাপতি কুদরত-ই খোদা রুবেল প্রমূখ।