গাংনীর পল্লী গাড়াডোবে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার বৃদ্ধা : হামলাকারীকে আইনের আওয়তায় আনা হবে বলে জানালেন গাংনী থানার ওসি আনোয়ার হোসেন
- আপলোড টাইম : ০৫:২৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭
- / ৩৫১ বার পড়া হয়েছে
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে কপি বিক্রির পাওয়না টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়েছে আহত হয়েছেন বৃদ্ধা কহিনুর বেগম (৫৫)। গতকাল শুক্রবার দুপুরে গাংনী উপজেলার গাড়াডোব মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। এঘটনায় বৃদ্ধা মহিলাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলাকারী সবজি ব্যবসায়ী মনিরুল ইসলাম প্রভাবশালী হওয়ায় বৃদ্ধা বিচার পাচ্ছে না বলেও অভিযোগ উঠেছে।
জানা গেছে, গাড়াডোব গ্রামের মৃত খোদা বক্সের স্ত্রী কহিনুর বেগম মাসখানি আগে ২৫ কাঠা জমির কপি ৬৫ হাজার টাকায় বিক্রি করে একই গ্রামের মাঠপাড়ার আনোয়ার হোসেনের ছেলে সবজি ব্যবসায়ী মনিরুল ইসলামের নিকট। ৬৫ হাজার টাকার মধ্যে বিভিন্ন সময়ে টালবাহানা করে কিছু টাকা দিলেও এখনওমোটা অংকের টাকা ওই বৃদ্ধা মহিলা পায়। গতকাল শুক্রবার দুপুরে টাকাদেওয়া দিন ছিল সে অনুযায়ী সে টাকা চাইতে যায়। টাকা না দিলে সে অভাবের সংসারের বিষয়ে নানা দিক তুলে ধরে পাওয়না টাকার জোর দাবি জানান এসময় বাকবাতিন্ডায় জড়িয়ে পরলে মনিরুল ইসলাম বৃদ্ধা মহিলাকে মারতে মারতে বাড়ির সামনের গর্তে পচা পানিতে চুবিয়ে মারার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। দ্রুত ঘটনাস্থল থেকে বৃদ্ধাকে সরিয়ে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে গাংনী থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা ওসি আনোয়ার হোসেন জানান, বৃদ্ধাকে হামলার অভিযোগ উঠেছে। এবিষয়ে একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। হামলাকারীকে আইনের আওয়তায় আনা হবে।