মহেশপুরে ৮৩ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস
- আপলোড টাইম : ০৬:১০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭
- / ৩৮৮ বার পড়া হয়েছে
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর ৫৮ বিজিবির অভিযানে উদ্ধার হওয়া প্রায় ৮৩ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে খালিশপুর বিজিবির ৫৮ ব্যাটালিয়ান হেড কোয়াটারে এই মাদক ধ্বংস করা হয়।
বিজিবি সুত্রে জানা গেছে, ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে ৫ হাজার ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল, ৪ হাজার ১৩৭ বোতল ভারতীয় মদ ও ১৭ কেজি ৬’শ গ্রাম গাজা। যার আনুমানিক মূল্যে ৮৩ লাখ টাকা হবে বলে বিজিবি কর্মকর্তারা জানান। মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে বিজিবির দক্ষিন-পশ্চিমাঞ্চলের রিজিওনাল কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম, ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, ৫৮ বিজিবির সিও জিল্লুর রহমান ও মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলামসহ বিজিবির উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।