আলমডাঙ্গায় ১৪ দলীয় সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল কমিটির সভায় ৩ ইউনিয়নের কমিটি পূর্ণগঠন
- আপলোড টাইম : ১২:৩১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০১৬
- / ৪৯৪ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ১৪ দলের উদ্যোগে গতকাল বেলা ১১টায় উপজেলা সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল কমিটির সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাষ্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, ডাউকি ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, উপজেলা জাসদের সভাপতি গোলাম সরোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাজেদুল হক মুনি। অনুষ্ঠানে উপজেলার ৩ ইউনিয়নের সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল কমিটি পূণর্গঠনকল্পে উন্মুক্ত আলোচনা হয়। স্ব-স্ব ইউনিয়নের নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী ডাউকি ইউনিয়নের নির্মূল কমিটির সভাপতি মনোনিত হন ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক খবির উদ্দিন, সদস্য সচিব, আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ওয়াজেদ আলী। গাংনী ইউনিয়নের সভাপতি হিসেবে মনোনীত হন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সদস্য সচিব সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম এবং চিৎলা ইউনিয়নের সভাপতি মনোনিত হন মোহাম্মদ আলী এবং সদস্য সচিব মোশারেফ হোসেন। অনুষ্ঠানে ১৪ দলীয় জোটের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।