চুয়াডাঙ্গায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দাবী আদায়ে ব্যানার ফেস্টুনসহ বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন
- আপলোড টাইম : ০৬:০৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭
- / ৩৭৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ৫% প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা, ৪৫% বাড়ি ভাড়া, পূর্ণাঙ্গ পেনসন, শর্ত পূরণকারী নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এমপিও প্রদানসহ বেসরকারি শিক্ষক-কর্মচারীর মূল বেতন থেকে অবসর-কল্যাণ ট্রাস্টে ১০ শতাংশ কর্তনের গেজেট বাতিলের দাবীতে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট, চুয়াডাঙ্গা জেলা শাখা’র মানববন্ধন গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শহীদ হাসান চত্বরে অনুষ্ঠিত হয়েছে। প্রায় শতাধিক শিক্ষক-কর্মচারী বৃষ্টি উপেক্ষা করে তাদের দাবীর স্বপক্ষে ব্যানার ফেস্টুনসহ মানববন্ধনে অংশগ্রহণ করে।
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের যৌক্তিকতা তুলে ধরে মানববন্ধনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, যেখানে বর্তমান সরকারের কাছে শিক্ষক-কর্মচারীদের প্রত্যাশা ৫% প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বৈশাখী ভাতা প্রদান করে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করবে সেখানে বেতন কমিয়ে ফেলার গেজেট শিক্ষক-কর্মচারীদের চরম হতাশায় নিমজ্জিত করেছে।
গত কয়েকদিন ধরে এসব দাবী নিয়ে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট ভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জাতীয় পর্যায়ের ১১টি সংগঠন সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তুলেছে। এ আন্দোলনের ফলে গতকাল শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে অতিরিক্ত চাঁদ কর্তনের গেজেট স্থগিত করায় নেতৃবৃন্দ শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান এবং জাতীয়করণের লক্ষ্যে অন্যান্য দাবীসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য বলেন।
মানববন্ধন থেকে নেতৃবৃন্দ জাতীয়করণসহ অন্যান্য দাবী আদায়ের লক্ষ্যে আগামী ২৩ জুলাই রবিবার বেলা ১১টায় উপজেলা সদরে বিক্ষোভ মিছিল এবং ৩০ জুলাই রবিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা শহরে জেলা শিল্পকলা চত্বরে সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে মর্মে ঘোষণা দেন এবং জেলার সকল বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অনুষ্ঠেয় কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করেন।