হিজলগাড়ী ক্যাম্প পুলিশের হাতে ছাগলসহ তিন চোর আটক
- আপলোড টাইম : ০৫:৫৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭
- / ৩২৭ বার পড়া হয়েছে
চুুয়াডাঙ্গা-জালশুকা সড়ক থেকে ছাগল চুরি করে পালানোর সময়
হিজলগাড়ী ক্যাম্প পুলিশের হাতে ছাগলসহ তিন চোর আটক
হিজলগাড়ী প্রতিনিধি: চুুয়াডাঙ্গা সদর উপজেলা জালশুকা সড়কের পাশ থেকে একটি ছাগল চুরি করে পালানোর সময় তিন চোর ও তাদের ব্যবহৃত পালসার মোটরসাইকেল আটক করেছে হিজলগাড়ী ক্যাম্প পুলিশের টুআইসি এবি আহসান।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ৭ টার দিকে শংকরচন্দ্রের জালশুকা গ্রামের সড়কের পাশে একটি কালো রং এর ছাগল ঘাস খাচ্ছিল। এ সময় ডিঙ্গেদহ দিক থেকে পালসার মোটরসাইকেল যোগে ঝিনাইদহ হাটগোপালপুর গ্রামের আমির হোসেনের ছেলে আলমঙ্গীর হোসেন (৩০), একই গ্রামের হযরত আলীর ছেলে সেলিম (২৩) এবং নারায়ন কুন্ডুর ছেলে নয়ন (২৫) সড়ক থেকে ছাগলটি ধরে মোটরসাইকেলে তুলে নিয়ে দ্রুতগতিতে হিজলগাড়ী বাজারে দিকে চলে যায়। পথচারীরা ছাগল চুরির দৃশ্য দেখে হিজলগাড়ী ও বোয়ালিয়া বাজারে মোবাইলে মাধ্যমে সংবাদটি জানায়। ছাগল চুরির সংবাদ পেয়ে বোয়ালিয়া বাজারে জনগন দ্রুতগতিতে আসা মোটরসাইকেলটিকে ব্যারিকেড দিয়ে তিনজনকে আটক করে গণধোলায় দেয়। পরে হিজলগাড়ী ক্যাম্প পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসা শেষে চুুয়াডাঙ্গা সদর থানায় সোর্পদ করা হয়েছে।