মেহেরপুরে ১০দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধনে এমপি ফরহাদ
- আপলোড টাইম : ০৫:৪৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭
- / ৩৬৯ বার পড়া হয়েছে
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা বন বিভাগ-এর যৌথ আয়োজনে মেহেরপুরে শহীদ ড. সামসুজ্জোহা পার্কে ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে । আগামী ২৯ জুলাই পর্যন্ত এ মেলা চলবে । মেলায় বনজ, ফলজ ও ঔষধি গাছ স্থান পেয়েছে । বৃক্ষ মেলা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয় । জেলা প্রশাসক পরিমল সিংহ-এর সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস এম মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব আশকার আলী. জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, বিএটিবি’র আঞ্চলিক ব্যবস্থাপক সাজ্জাদ আহম্মেদ তালুকদার প্রমুখ । এদিকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিসহ প্রতিকুল পরিবেশ বিরাজ করায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষেই এ দিন ফিতা কেটে ১০ দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।