জীবননগরে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে প্রস্তুতি সভা
- আপলোড টাইম : ০৫:৪৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭
- / ৪২০ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: জীবননগরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০১৭ উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ই জানুয়ারী ২০০০ বা তার পূর্বে যাদের জন্ম অথচ ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেছে, তাদেরকে পূনরায় তালিকা ভুক্ত করা হবে। এছাড়াও যে সমস্থ ভোটার ইতিমধ্যো মৃত্যুবরণ করেছেন তাদের নাম কর্তন এবং ভোটার স্থানান্তরের কাজও এক যোগে চলবে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ. লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প:প: কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা মৎস্য অফিসার মুনজুরুল ইসলাম, জীবননগর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত মির্জা, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুক্তার, হাসাদহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মনোহারপুর ইউপি প্রশাসক শামনুর রহমান, কেডিকে ইউপি প্রশাসক মোতাহার হোসেন ও উপজেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান প্রমূখ।