ইপেপার । আজ শুক্রবার, ২১ মার্চ ২০২৫

আলমডাঙ্গার বকসিপুর কমিউনিটি ক্লিনিকে চুরি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৩৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭
  • / ৭১১ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা বক্সসিপুর গ্রামের কমিউনিটি ক্লিনিক থেকে ল্যাপটব ও মোবাইল চুরির ঘটনা ঘটেছে। গত পরশু বুধবার রাতে ঘর থেকে চুরি করে নিয়ে গেছে বলে হেলথ প্রোভাইটার রাজশ্রী রানী দত্ত জানিয়েছে। তবে এ চুরিকে এলাকাবাসি রহস্য জনক বলে অনেকে দাবী করেছেন।
জানা গেছে, আলমডাঙ্গা বক্সসিপুরের অর্জন কুমার দত্তর স্ত্রী রাজশ্রী রানী দত্ত ডাউকি ইউনিয়নের বক্সসিপুর কমিউনিটি ক্লিনিকে হেলথ প্রোভাইটার হিসেবে চাকুরী করে। কমিউনিটি ক্লিনিকের জানালা দরজা নষ্ট হওয়ার কারনে তিনি ল্যাপটব বাড়িতে নিয়ে যান। প্রতিদিনের রিপোর্ট বাড়িতে বসেই পাঠান। বুধবার রাতে াফিসের কাজ সেরে ঘরের মধ্যে ল্যাপটব ও তার মোবাইল রেখে ঘুমিয়ে পড়ে ছিলেন। সকালে উঠে দেখতে পান তার ঘরে ল্যাপটব ও মোবাইল নেই। পরে আলমডাঙ্গা থানায় একটি সাধারন ডায়েরী করেন রাজশ্রী রানী দত্ত।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গার বকসিপুর কমিউনিটি ক্লিনিকে চুরি

আপলোড টাইম : ০৫:৩৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা বক্সসিপুর গ্রামের কমিউনিটি ক্লিনিক থেকে ল্যাপটব ও মোবাইল চুরির ঘটনা ঘটেছে। গত পরশু বুধবার রাতে ঘর থেকে চুরি করে নিয়ে গেছে বলে হেলথ প্রোভাইটার রাজশ্রী রানী দত্ত জানিয়েছে। তবে এ চুরিকে এলাকাবাসি রহস্য জনক বলে অনেকে দাবী করেছেন।
জানা গেছে, আলমডাঙ্গা বক্সসিপুরের অর্জন কুমার দত্তর স্ত্রী রাজশ্রী রানী দত্ত ডাউকি ইউনিয়নের বক্সসিপুর কমিউনিটি ক্লিনিকে হেলথ প্রোভাইটার হিসেবে চাকুরী করে। কমিউনিটি ক্লিনিকের জানালা দরজা নষ্ট হওয়ার কারনে তিনি ল্যাপটব বাড়িতে নিয়ে যান। প্রতিদিনের রিপোর্ট বাড়িতে বসেই পাঠান। বুধবার রাতে াফিসের কাজ সেরে ঘরের মধ্যে ল্যাপটব ও তার মোবাইল রেখে ঘুমিয়ে পড়ে ছিলেন। সকালে উঠে দেখতে পান তার ঘরে ল্যাপটব ও মোবাইল নেই। পরে আলমডাঙ্গা থানায় একটি সাধারন ডায়েরী করেন রাজশ্রী রানী দত্ত।