তিতুদহে ছাগলে ঝালগাছ খাওয়ায় সংঘর্ষ : আহত ১
- আপলোড টাইম : ০৫:৩৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭
- / ৩৩৮ বার পড়া হয়েছে
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামে ছাগলে ঝালগাছ খাওয়াকে কেন্দ্র করে মরামারিতে লালচাঁদ (৪৫) নামের এক ব্যক্তি রক্তাক্ত জখম হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এঘটনা ঘটে। আহত লালচাঁদ সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের পশ্চিমপাড়ার মৃত হারেজ আলীর ছেলে।
জানা গেছে, গত বুধবার দুপুরে লালচাঁদের একটি ছাগল একই এলাকার হোসেনের ঝাল ক্ষেতে ঢুকে বেশ কিছু ঝাল গাছ খেয়ে ফেলে। এ নিয়ে ঝালক্ষেত মালিক হোসেনের সাথে ছাগল মালিক লালচাঁদের বাকবিতন্ডা হয় এবং তা কিছুক্ষন পরেই মিমাংসা করে দেন এলাকার মুরুব্বিগন। পরের দিন গতকাল বৃহস্পতিবার ঝালক্ষেত মালিক হোসেনের ছেলে মুজিবুল ঢাকা থেকে বাড়ি ফিরে এ ঘটনাটি শুনে উত্তেজিত হয়ে ছাগল মালিক লালচাঁদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে লালচাঁদ রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।