মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে এমপি, ডিসি ও এসপিসহ বিশিষ্টজনদের উপস্থিতিতে : উন্নয়ন ভাবনা, সমস্যা ও সম্ভাবনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৪:৫৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
- / ৪০৪ বার পড়া হয়েছে
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলার উন্নয়ন ভাবনা, সমস্যা ও সম্ভাবনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে সংলাপে বক্তব্য দেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন, পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, ডিডিএলজি খাইরুল হাসান, পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন, জেলা জজ আদালতের পিপি এ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক এসএম মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিক উল আলম, সহকারী কমিশনার কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, সেভ দ্যা চিলড্রেনের ব্যবস্থাপক ফারুক হোসেন প্রমূখ।