ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

ঝিনাইদহে রেল লাইনের দাবিতে ছাত্রের অনশন অব্যাহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৩৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
  • / ৩৬৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে কলেজছাত্র মো. আবদুল্লাহর অনশন অব্যাহত রয়েছে। গতকাল বুধবার তিনি সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শহরের প্রেরণা চত্বরে অনশন করেন। আবদুল্লাহর বাড়ি ঝিনাইদহ পৌরসভার কাঞ্চনপুর এলাকায়। তিনি যশোর ক্যান্টনমেন্ট কলেজের ইসলামের ইতিহাস বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ছাত্র। গত সোমবার তিনি জেলা পরিষদ চত্বরে সকাল নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনশন করেন। পরদিন মঙ্গলবার তিনি সকাল-সন্ধ্যা এ কর্মসূচি পালন করেন শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। আজ বৃহস্পতিবারও এ কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন আবদুল্লাহ।
গতকাল বিকেল চারটার দিকে প্রেরণা চত্বরে গিয়ে দেখা যায়, আবদুল্লাহ একা বসে আছেন। তাঁর গায়ে সাদা কাপড় জড়ানো। পেছনে রেললাইন স্থাপনের দাবি জানিয়ে একটি ব্যানার টানানো। আবদুল্লাহ বলেন, পদ্মা সেতু থেকে রেললাইনটি মাগুরা হয়ে যশোরে মিলিত হচ্ছে। কিন্তু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদার ঝিনাইদহে রেললাইন স্থাপন করা হচ্ছে না। দীর্ঘদিন ধরে এ জেলার লোকজন মাগুরার সঙ্গে ঝিনাইদহ সদর হয়ে চুয়াডাঙ্গা বা যশোর পর্যন্ত রেললাইনের দাবি জানাচ্ছেন। সেই সব মানুষের হয়ে তিনি অনশন শুরু করেছেন। অনেকেই তাঁর কর্মসূচির সঙ্গে একাত্মতা জানাতে আসছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ঝিনাইদহে রেল লাইনের দাবিতে ছাত্রের অনশন অব্যাহত

আপলোড টাইম : ০৪:৩৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে কলেজছাত্র মো. আবদুল্লাহর অনশন অব্যাহত রয়েছে। গতকাল বুধবার তিনি সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শহরের প্রেরণা চত্বরে অনশন করেন। আবদুল্লাহর বাড়ি ঝিনাইদহ পৌরসভার কাঞ্চনপুর এলাকায়। তিনি যশোর ক্যান্টনমেন্ট কলেজের ইসলামের ইতিহাস বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ছাত্র। গত সোমবার তিনি জেলা পরিষদ চত্বরে সকাল নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনশন করেন। পরদিন মঙ্গলবার তিনি সকাল-সন্ধ্যা এ কর্মসূচি পালন করেন শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। আজ বৃহস্পতিবারও এ কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন আবদুল্লাহ।
গতকাল বিকেল চারটার দিকে প্রেরণা চত্বরে গিয়ে দেখা যায়, আবদুল্লাহ একা বসে আছেন। তাঁর গায়ে সাদা কাপড় জড়ানো। পেছনে রেললাইন স্থাপনের দাবি জানিয়ে একটি ব্যানার টানানো। আবদুল্লাহ বলেন, পদ্মা সেতু থেকে রেললাইনটি মাগুরা হয়ে যশোরে মিলিত হচ্ছে। কিন্তু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদার ঝিনাইদহে রেললাইন স্থাপন করা হচ্ছে না। দীর্ঘদিন ধরে এ জেলার লোকজন মাগুরার সঙ্গে ঝিনাইদহ সদর হয়ে চুয়াডাঙ্গা বা যশোর পর্যন্ত রেললাইনের দাবি জানাচ্ছেন। সেই সব মানুষের হয়ে তিনি অনশন শুরু করেছেন। অনেকেই তাঁর কর্মসূচির সঙ্গে একাত্মতা জানাতে আসছেন।