দর্শনা বাসস্টান্ডের সেলুন ব্যবসায়ী গঙ্গা মৃত্যু
- আপলোড টাইম : ০৫:৫০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭
- / ৪৫৫ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: দর্শনা বাসষ্ট্যান্ডের অতি পরিচিত মুখ সেলুন ব্যবসায়ী গঙ্গা হার্ডষ্ট্রোক মৃত্য বরণ করে । গতকাল সকালে নিজ বাড়িতে হার্ডষ্ট্রোকে তার মৃত্যু হয়। জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে দর্শনা বাসষ্ট্যান্ড নতুন পাড়ার শ্রী সন্নাসী দাশের ছেলে বাসষ্ট্যান্ড এলাকার সকলে পরিচিত মুখ সেলুন ব্যবসায়ী শ্রী গঙ্গা দাস নিজ বাড়িতে হার্ডেস্ট্রোক করে। এসময় বাড়ির লোকজন হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। মৃত্যুকালে স্ত্রী, ২ সন্তান, মাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সন্ধায় দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি শ্বশান ঘাটে মৃত গঙ্গার শেষকৃত্ত করা হয়েছে। এ খবর জানার পর গঙ্গার মৃত্যুতে দর্শনা বাসষ্ট্যান্ড ব্যাবসায়ী শোক প্রকাশ করে মাইকিং করেছে। সেই সাথে ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ মৃত গঙ্গার বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সমবেদনা জানায়।