ইপেপার । আজ বুধবার, ১৯ মার্চ ২০২৫

দর্শনায় মোটরসাইকেল থেকে জীবিত সাপ উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৫০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭
  • / ৪৪৭ বার পড়া হয়েছে

20170718_193129

ওয়াসিম রয়েল: দর্শনায় মোটরসাইকেল থেকে একটি জীবিত সাপ উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধায় দর্শনা বাসস্টান্ডের হাবিবুর রহমান মার্কেটের এসএস টাইলস এ্যান্ড স্যানেটারীর দোকানের সামনে। মোটরসাইকেল মালিক শাহীন জানায়, তিনি গতকাল বিকালের দিকে মোটরসাইকেলটি ধুয়ে তার স্যানেটারী দোকানের সামনে রেখে দেয়। দোকানের এক কর্মচারী মোটরসাইকেলের দিকে তাকালে একটি সাপ ইঞ্জিনের সাথে জড়িয়ে থাকতে দেখে। এসময় মালিক শাহিনসহ আশপাশের লোকজন ডাকলে মানুষের উপস্তিতে সাপটি গাড়ির ছিটের নিচে চলে যায়। অনেক্ষন সময় ধরে সপটি বের করার চেষ্টা করলে অবশেষে ছিট খুলে ইঞ্জিন ও ছিটের মাঝখান থেকে সাপটি জীবিত উদ্ধার করে রাস্তার উপরে মেরে ফেলে উৎসুক জনতা। প্রত্যক্ষদর্শীরা বলেন সাপটি মেটে সাপ জাতিয় সাপ ছিলো।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনায় মোটরসাইকেল থেকে জীবিত সাপ উদ্ধার

আপলোড টাইম : ০৫:৫০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭

20170718_193129

ওয়াসিম রয়েল: দর্শনায় মোটরসাইকেল থেকে একটি জীবিত সাপ উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধায় দর্শনা বাসস্টান্ডের হাবিবুর রহমান মার্কেটের এসএস টাইলস এ্যান্ড স্যানেটারীর দোকানের সামনে। মোটরসাইকেল মালিক শাহীন জানায়, তিনি গতকাল বিকালের দিকে মোটরসাইকেলটি ধুয়ে তার স্যানেটারী দোকানের সামনে রেখে দেয়। দোকানের এক কর্মচারী মোটরসাইকেলের দিকে তাকালে একটি সাপ ইঞ্জিনের সাথে জড়িয়ে থাকতে দেখে। এসময় মালিক শাহিনসহ আশপাশের লোকজন ডাকলে মানুষের উপস্তিতে সাপটি গাড়ির ছিটের নিচে চলে যায়। অনেক্ষন সময় ধরে সপটি বের করার চেষ্টা করলে অবশেষে ছিট খুলে ইঞ্জিন ও ছিটের মাঝখান থেকে সাপটি জীবিত উদ্ধার করে রাস্তার উপরে মেরে ফেলে উৎসুক জনতা। প্রত্যক্ষদর্শীরা বলেন সাপটি মেটে সাপ জাতিয় সাপ ছিলো।