পরে খাবা গালি
– এম এ মামুন
দশের কাজের জন্য রাখা
সাব রেজিস্ট্রার সাব,
কাজ না করে সময় মতো
দেখান বিশাল ভাব।
দলিল দস্তাবেজের কাজ
শেষ না করেই ছুটি,
আমজনতা খেপলো তখন
সব যে হলো মাটি।
ইচ্ছে মতন কাজের ফাঁকি
মুখে মুখে বুলি,
এখন বেটা ঘেরাও হলেও
পরে খাবা গালি।
খবর: (আলমডাঙ্গায় সাব রেজিস্ট্রারকে অবরুদ্ধ করল ক্ষুদ্ধ জনতা)
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।