দর্শনা-মুজিবনগর সড়কের বেহাল দশা!
- আপলোড টাইম : ০৫:৩২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭
- / ৪৫০ বার পড়া হয়েছে
দর্শনা-মুজিবনগর সড়কের বেহাল দশা!
বর্ষা মৌসুমে সড়কে অসংখ্যা খানাখন্দসহ বড় বড় গর্তের সৃষ্টি হয়
আওয়াল হোসেন: দর্শনা-মুজিবনগর সড়ক বেহাল দশায় পরিণত হয়েছে। সাধারণ যানবহন মারাত্মক ঝুকি নিয়ে চলাচল করছে। ৩০ কিলোমিটার দীর্ঘ সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। বিশেষ করে দর্শনা গোপাল খালিখালের ব্রীজ থেকে কার্পাসডাঙ্গা মুচির বটতলা পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে চলতি বর্ষা মৌসুমে সড়কের পাশ ভেঙ্গে গেছে এবং বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া এ সড়কের কোথাও কোথাও পানি জমে বাজে অবস্থার সৃষ্টি হয়েছে। বিশেষ করে চন্ডিপুর খামরীপাড়ার নিকট সড়কের অর্ধেক জুড়ে পানি জমে থাকে। রুদ্রনগর, প্রতাপপুর, কুড়–লগাছী, চন্দ্রবাস গ্রামে সড়কে দু’পাশ ভেঙ্গে গেছে। বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি এবং সড়কের কোল ঘেষে নির্মাণ করা হয়েছে বাড়িঘর। ফলে, সড়কটি ঝুকির্পূণ হয়ে পড়েছে। কোথাও কোথাও পিচ উঠে চলাচল করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। দামুড়হুদা উপজেলার আটকবর ও কার্পাসডাঙ্গা থেকে প্রতিদিন ঢাকা, খুলনা ফরিদপুর ও রাজবাড়ির উদ্দেশে প্রায় দু’ডজন যাত্রীবাহী বাস ছেড়ে যায়। এছাড়া বিভিন্ন ধরণের ছোট বড় শতশত যানবহন ও মালামাল বহনকারী হেবি ট্রাক ও মিনি ট্রাক চলাচল করে থাকে। এ সড়কে মাথাভাঙ্গা নদীর উপর বেলী সেতুটিও মারাতক ঝুকিপূর্ণ হয়ে পড়ায় সেতুর দু’পাশে সড়ক ও জনপদের পক্ষ থেকে ১০টনের বেশী মালামাল বহনের নিষেধ করে সাইন র্বোড দেওয়া হয়েছে। বর্তমানে এ সড়কে বেশ কিছু স্থানে ২/৩ কিলোমিটার করে সড়কটি মেরামত করা হলেও সেখানে সুভংকরের ফাঁকি দেওয়া হয়েছে। ফলে কিছুদিন যেতে না যেতেই আবার আগের মত খানাখন্দে ভরে গেছে। এদিকে কোন কোন স্থানে সড়কটি সরু থাকায় এ সড়কটি মরণফাঁদে পরিনত হয়েছে। এলাকবাসীর দাবী সড়কটি মেরামত এবং চওড়া করার দাবী করেছে।