ইপেপার । আজ রবিবার, ২৩ মার্চ ২০২৫

ঝিনাইদহে মেধাবী ছাত্র টুলুর মৃত্যু রহস্য উন্মোচনে পিআইবির তদন্ত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:১৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭
  • / ৩২৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরের মেধাবী স্কুল ছাত্র টুলুর মৃত্যু রহস্য উন্মোচনে মাঠে নেমেছে পিবিআই (পুলিশ ব্যুরো অফ ইনভেষ্টিগেশন)। শনিবার পিআইবির একটি টিম কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রাম পরিদর্শন করে তথ্য উপাত্ত সংগ্রহ করেন। পিআইবি ঝিনাইদহ জোনের এডিশনাল এসপি এসএম ফজলুল হকের নির্দেশনায় এসআই সোহেল হোসেন ও এসআই খালেকুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে রহস্যজনক মৃত্যুর শিকার টুলুর পরিবারের সাথে কথা বলেন। উল্লেখ্য ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ঘাগা তালসার গ্রামের মেধাবী ছাত্র হাবিবুর রহমান টুলুর লাশ রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখার কারণে ময়না তদন্তের রিপোর্টে আত্মহত্যার আলামত পান চিকিৎসকরা। এ নিয়ে ক্ষুদ্ধ হন টুলুর পরিবার। তারা নিরুপায় দারাস্থ হয়েছেন আদালতের। হত্যা মামলা করেছেন ৮ জনের বিরুদ্ধে। মামলায় আসামী করা হয়েছে তালসার গ্রামের মুল্লুক চাঁদ মন্ডলের ছেলে জাকির মন্ডল, জমির উদ্দীন মন্ডল, আমিরুদ্দীন মন্ডল, নজরুলের ছেলে আশাদুল, ঘাগা গ্রামের চিটা কাজীর ছেলে নজরুল মন্ডল, ইসমাইল মন্ডলের ছেলে জাকির মন্ডল, জাকির মন্ডলের ছেলে আল আমিন ও জহির মন্ডলের ছেলে মিল্টন মন্ডল। এদিকে আদালত বাদী সাবদার মন্ডলের নালিশী অভিযোগটি ফৌজদারী কার্যবিধির ২০০ ধারা মোতাবেক পুলিশ ব্যুরো অফ ইনভেষ্টিগেশন(পিবিআই) ঝিনাইদহকে তদন্ত পুর্বক আগামী ৯ আগষ্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ঝিনাইদহের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম ফাহমিদা জাহাঙ্গীর গত ২ জুলাই এ আদেশ দেন। আদালতের নির্দেশ পেয়ে পিআইবির তদন্ত দল তালশার গ্রাম পরিদর্শন করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ঝিনাইদহে মেধাবী ছাত্র টুলুর মৃত্যু রহস্য উন্মোচনে পিআইবির তদন্ত

আপলোড টাইম : ০৫:১৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরের মেধাবী স্কুল ছাত্র টুলুর মৃত্যু রহস্য উন্মোচনে মাঠে নেমেছে পিবিআই (পুলিশ ব্যুরো অফ ইনভেষ্টিগেশন)। শনিবার পিআইবির একটি টিম কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রাম পরিদর্শন করে তথ্য উপাত্ত সংগ্রহ করেন। পিআইবি ঝিনাইদহ জোনের এডিশনাল এসপি এসএম ফজলুল হকের নির্দেশনায় এসআই সোহেল হোসেন ও এসআই খালেকুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে রহস্যজনক মৃত্যুর শিকার টুলুর পরিবারের সাথে কথা বলেন। উল্লেখ্য ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ঘাগা তালসার গ্রামের মেধাবী ছাত্র হাবিবুর রহমান টুলুর লাশ রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখার কারণে ময়না তদন্তের রিপোর্টে আত্মহত্যার আলামত পান চিকিৎসকরা। এ নিয়ে ক্ষুদ্ধ হন টুলুর পরিবার। তারা নিরুপায় দারাস্থ হয়েছেন আদালতের। হত্যা মামলা করেছেন ৮ জনের বিরুদ্ধে। মামলায় আসামী করা হয়েছে তালসার গ্রামের মুল্লুক চাঁদ মন্ডলের ছেলে জাকির মন্ডল, জমির উদ্দীন মন্ডল, আমিরুদ্দীন মন্ডল, নজরুলের ছেলে আশাদুল, ঘাগা গ্রামের চিটা কাজীর ছেলে নজরুল মন্ডল, ইসমাইল মন্ডলের ছেলে জাকির মন্ডল, জাকির মন্ডলের ছেলে আল আমিন ও জহির মন্ডলের ছেলে মিল্টন মন্ডল। এদিকে আদালত বাদী সাবদার মন্ডলের নালিশী অভিযোগটি ফৌজদারী কার্যবিধির ২০০ ধারা মোতাবেক পুলিশ ব্যুরো অফ ইনভেষ্টিগেশন(পিবিআই) ঝিনাইদহকে তদন্ত পুর্বক আগামী ৯ আগষ্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ঝিনাইদহের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম ফাহমিদা জাহাঙ্গীর গত ২ জুলাই এ আদেশ দেন। আদালতের নির্দেশ পেয়ে পিআইবির তদন্ত দল তালশার গ্রাম পরিদর্শন করেন।