মেহেরপুর জেলা যুব মহিলা লীগের উঠান বৈঠক
- আপলোড টাইম : ০৫:১৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭
- / ৪৬১ বার পড়া হয়েছে
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা যুব মহিলা লীগের আয়োজনে গতকাল সোমবার বিকালে মেহেরপুর বড়বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সরকারের সাফল্য ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌঁছে দিতে উঠান বৈঠকের আয়োজন করা হয়। ওয়ার্ড যুব মহিলা লীগের সভানেত্রী নাসরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য পতিœ সৈয়দা মোনালিসা ইসলাম। জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুত শোভা মন্ডলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক শাশ্বত নিপ্পন, সদর থানা কৃষকলীগের সভাপতি জাফর ইকবাল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহীদ সরফরাজ মৃদুল, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসিরা পলি, সদর থানা যুব মহিলা লীগের সভাপতি লতিফন নেছা, শহর যুব মহিলা লীগের সভাপতি রোকসানা কামাল রুনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান মফিজ, বর্তমান সভাপতি বারিকুল ইসলাম লিজন প্রমূখ।