ঐতিহ্যবাহি কার্পাসডাঙ্গা বাজারে সড়কের উপর হাট! : বাড়ছে যানজট : দূর্ঘটনা আতঙ্কে পথচারিরা : ইউএনও’র দৃষ্টি আকর্ষন
- আপলোড টাইম : ০৫:১২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭
- / ৩৫১ বার পড়া হয়েছে
কার্পাসডাঙ্গা অফিস: দামুড়হুদার ঐতিহ্যবাহী কার্পাসডাঙ্গা বাজারে বেশ কয়েকটি সরকারী শেড বা হাট চান্দিনা থাকলেও সেগুলো ব্যবহার না করে সড়কের উপর বসছে হাট। আর এ কারণে বাড়ছে যানজট। এই যানজট নিরসনে কোন উদ্যোগ নেই দিনদিন সড়কের পাশে দোকানের সারি বাড়ছে।
জানা যায়, কার্পাসডাঙ্গা বাজারে হাট বসানোর জন্য সরকারিভাবে দশ থেকে বারোটি শেড বা হাট চান্দিনা করা হলেও সেগুলো ব্যবহার হচ্ছে না। বরং সবাই সড়কে ওপর হাট বা ভ্রাম্যমান দোকান বসাতে সকাল থেকে সন্ধ্যা অবধি প্রতিযোগিতায় নামছে।
এদিকে, হাট ইজারাদাররা খাজনার পরিমান হয়তো বেশী পাওয়ার আশায় হয়তো নীরব থাকছেন! তবে, খাজনা বেশী পাচ্ছেন কিনা সে বিষয়ে কোন অভিযোগ বা সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
অনেকে নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকারি শেডে অনেক ব্যবসায়ীর নিজের দোকান থাকা সত্বেও সড়কে বসাচ্ছেন দোকান। এছাড়া অন্যের কাছে শেডে নিজের বরাদ্দ পাওয়া দোকানও দিচ্ছেন ভাড়া বলে অভিযোগ আছে। তাছাড়া সড়কের দোকান বসালে বিক্রি পরিমাণ নাকি বেশী হয় বলে জানান সড়কে বসা এক ব্যবসায়ী।
এদিকে, অভিযোগ উঠেছে হাটচান্দিনার প্রবেশ পথ থেকে শুরু করে অলিগলি সব দোকানগুলোর ডিসিআর দেওয়া হয়েছে টাকার বিনিময়ে। এলাকাবাসী সড়কের এই দূর্ভোগ এখন নিজেদের নিত্যদিনের সঙ্গী করেই করে চলেছে নিজের কাজ।
এলাকার সচেতন মহল বিশেষ করে স্কুলগামী ছাত্রীছাত্রীদের অভিভাবকেরা তাদের সন্তানদের চলাফেরায় বেশী চিন্তিত থাকছেন। কারণ এই যানজটের মধ্যে কখন ঘটে যায় দূর্ঘটনা। কারণ সড়কের চারিপাশের দোকানের জন্য যাতায়াতকারি যানবাহনগুলো ইচ্ছা মাফিক চলাফেরা করতে না পারাই যানজট লেগেই থাকছে। আর এই যানজটে চলাফেরা করতে হচ্ছে কোমলমতি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। এছাড়া শিক্ষার্থীরা ছাড়াও সাধারন পথচারিরা আতঙ্কে চলাচল করছেন। কারণ যে কোন মুর্হুতে ঘটতে সড়ক দূর্ঘটনা। এই যানজট নিরসনে এবং সরকারি নিয়ম মেনে হাট চান্দিনায় দোকান বসাতে দামুড়হুদার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশেষ দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।