ইপেপার । আজ বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

আলমডাঙ্গার সাব রেজিষ্ট্রি অফিসের মুল ভলিউম কেটে জমির : দাগ নম্বর পরিবর্তন করার অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৫৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭
  • / ৪৫৪ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা কয়রাডাঙ্গা গ্রামের আমিরুল ইসলাম তার রেজিষ্ট্রিকৃত জমির দাগ নম্বর মুল ভলিউমে কাটাকাটি করে পরিবর্তন করে দেবার অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন। সাব রেজিষ্ট্রি অফিসের লুৎফর রহমান ও মহুরি ঝন্টুর যোগসাজসে এ কাজ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। সাংবাদিক সম্মেলনে এ ঘটনার সুষ্ঠ বিচারের দাবী জানানো হয়।
আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা গ্রামের আলী বক্সের ছেলে আমিরুল ইসলাম লিখিত বক্তব্যে জানান, তার পিতার নিজস্ব রেকডীয় সম্পত্তির মধ্যে ৫ বিঘা ১২ কাটা জমি আলমডাঙ্গারা সাব রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রি করা হয়। রেজিষ্ট্রিকৃত জমির দাগ ছিল ভালাইপুর ২২ নং মৌজায় আর এস ১৬৩৮নং দাগ। কিন্তু কেরানী লুৎফর রহমান ও মহুরী ঝন্টুসহ কিছু অসাধু কর্মকর্তা মোটা অঙ্কের টাকার বিনিময়ে দাগ নং মুল ভলিউম থেকে কাটাকাটি করে পরিবর্তন করে দেয়। ফলে তার বোন সাগরী ও স্বামী লিয়াকত ওই জমি দখলের চেষ্টা করছে। তারা মিথ্যা মামলার হুমকি দিচ্ছে। লিখিত বক্তব্যে আরো জানানো হয়েছে ভুমি অফিস থেকে জমির নাম খারিজ ,হাল নাগাদ খাজনা পরিষদ করা আছে। তার পরও বোন সাগরী ও তার স্বামী লিয়াকত মাঠের জমি না নিতে পেরে বাড়ির জমি দখর করার পায়তারা করছে। এমাবস্থায় সাংবাদিক সম্মলনের মাধ্যমে তদন্ত পূর্বক সুষ্ঠ বিচারের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গার সাব রেজিষ্ট্রি অফিসের মুল ভলিউম কেটে জমির : দাগ নম্বর পরিবর্তন করার অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন

আপলোড টাইম : ০৪:৫৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা কয়রাডাঙ্গা গ্রামের আমিরুল ইসলাম তার রেজিষ্ট্রিকৃত জমির দাগ নম্বর মুল ভলিউমে কাটাকাটি করে পরিবর্তন করে দেবার অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন। সাব রেজিষ্ট্রি অফিসের লুৎফর রহমান ও মহুরি ঝন্টুর যোগসাজসে এ কাজ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। সাংবাদিক সম্মেলনে এ ঘটনার সুষ্ঠ বিচারের দাবী জানানো হয়।
আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা গ্রামের আলী বক্সের ছেলে আমিরুল ইসলাম লিখিত বক্তব্যে জানান, তার পিতার নিজস্ব রেকডীয় সম্পত্তির মধ্যে ৫ বিঘা ১২ কাটা জমি আলমডাঙ্গারা সাব রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রি করা হয়। রেজিষ্ট্রিকৃত জমির দাগ ছিল ভালাইপুর ২২ নং মৌজায় আর এস ১৬৩৮নং দাগ। কিন্তু কেরানী লুৎফর রহমান ও মহুরী ঝন্টুসহ কিছু অসাধু কর্মকর্তা মোটা অঙ্কের টাকার বিনিময়ে দাগ নং মুল ভলিউম থেকে কাটাকাটি করে পরিবর্তন করে দেয়। ফলে তার বোন সাগরী ও স্বামী লিয়াকত ওই জমি দখলের চেষ্টা করছে। তারা মিথ্যা মামলার হুমকি দিচ্ছে। লিখিত বক্তব্যে আরো জানানো হয়েছে ভুমি অফিস থেকে জমির নাম খারিজ ,হাল নাগাদ খাজনা পরিষদ করা আছে। তার পরও বোন সাগরী ও তার স্বামী লিয়াকত মাঠের জমি না নিতে পেরে বাড়ির জমি দখর করার পায়তারা করছে। এমাবস্থায় সাংবাদিক সম্মলনের মাধ্যমে তদন্ত পূর্বক সুষ্ঠ বিচারের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার।