চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র বিভিন্ন সীমান্তে অভিযান : ফেনসিডিল ও মদসহ মালামাল উদ্ধার
- আপলোড টাইম : ০৪:৫৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭
- / ৫৯৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-৬ বিজিবি বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৩৪০ বোতল ফেনসিডিল, ৩৭ বোতল মদ, ৩০ কেজী শিং মাছ, ০২ টি সিলভারের পাতিল এবং ৮৭ বোতল নেশাকর বাংলাদেশী নিউ রুচী ফ্রুট সিরাপ উদ্ধার করেছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রবিবার রাত সাড়ে ০৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার হবিভোতপুর গ্রামের পাঁচ কবর মোড় নামক স্থান হতে ২০ বোতল মদ এবং ৬০ বোতল ফেনসিডিল আটক করতে সক্ষম হয়।
অপরদিকে, গতকাল সোমবার মধ্যরাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক আব্দুল আলীম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠ হতে ১৫৬ বোতল ফেনসিডিল আটক করতে সক্ষম হয়। সোমবার ভোর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের কবর স্থানের পার্শ্ব হতে ২৫ বোতল ফেনসিডিল আটক করতে সক্ষম হয়।
এদিকে, সোমবার ভোর ০৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মো. জাহাংগীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের জয়নগর মাঠ হতে ৭১ বোতল ফেনসিডিল আটক করতে সক্ষম হয়।
অপরদিকে, সোমবার ভোর ০৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েক মো. আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের আমবাগান নামক স্থান হতে ১৭ বোতল মদ আটক করতে সক্ষম হয়। একই সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মো. আব্দুল আলীম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ হতে ২৮ বোতল ফেনসিডিল আটক করতে সক্ষম হয়।
অপরদিকে, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েক বীরেন্দ্র নাথ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মাঠ হতে ৩০ কেজী বাংলাদেশী শিং মাছ এবং ০২ টি সিলভারের পাতিল আটক করতে সক্ষম হয়। গতকাল সকাল ০৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক শমসের আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠ হতে ৮৭ বোতল বাংলাদেশী নিউ রুচি ফ্রুট সিরাপ আটক করতে সক্ষম হয়।