ইপেপার । আজ শুক্রবার, ২১ মার্চ ২০২৫

খালেদা জিয়া লন্ডনে, গাড়ি চালালেন তারেক রহমান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:২৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭
  • / ৫৩১ বার পড়া হয়েছে

10

সমীকরণ ডেস্ক: চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল রোববার বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫০ মিনিটে লন্ডনে পৌঁছান তিনি। বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে এই তথ্য জানিয়েছেন। এর আগে গত শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন খালেদা জিয়া। চিকিৎসার জন্য তাঁর এবারের লন্ডন সফর। শায়রুল কবির খান জানান, দুপুরে লন্ডনে পৌঁছার পর খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় সেখানে লন্ডন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তারেক রহমান নিজের গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে বিমানবন্দর থেকে বাসায় নিয়ে যান। খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে আছেন তাঁর একান্ত সচিব এ বি এম সাত্তার এবং গৃহপরিচারিকা ফাতেমা বেগম। এবারের সফরে চোখ ও পায়ের চিকিৎসা করাবেন। এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে চিকিৎসার জন্য সর্বশেষ লন্ডনে যান খালেদা জিয়া। সে হিসেবে বড় ছেলে তারেক রহমানের সঙ্গে এবার প্রায় দুই বছর পর দেখা হচ্ছে তাঁর। খালেদা জিয়ার এবারের লন্ডন সফরে দলীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে বলে মনে করছেন দলটির শীর্ষ নেতারা। সে কারণে বিএনপির নেতাকর্মীদের আগ্রহ এখন এই সফরকে ঘিরে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

খালেদা জিয়া লন্ডনে, গাড়ি চালালেন তারেক রহমান

আপলোড টাইম : ০৫:২৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭

10

সমীকরণ ডেস্ক: চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল রোববার বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫০ মিনিটে লন্ডনে পৌঁছান তিনি। বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে এই তথ্য জানিয়েছেন। এর আগে গত শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন খালেদা জিয়া। চিকিৎসার জন্য তাঁর এবারের লন্ডন সফর। শায়রুল কবির খান জানান, দুপুরে লন্ডনে পৌঁছার পর খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় সেখানে লন্ডন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তারেক রহমান নিজের গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে বিমানবন্দর থেকে বাসায় নিয়ে যান। খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে আছেন তাঁর একান্ত সচিব এ বি এম সাত্তার এবং গৃহপরিচারিকা ফাতেমা বেগম। এবারের সফরে চোখ ও পায়ের চিকিৎসা করাবেন। এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে চিকিৎসার জন্য সর্বশেষ লন্ডনে যান খালেদা জিয়া। সে হিসেবে বড় ছেলে তারেক রহমানের সঙ্গে এবার প্রায় দুই বছর পর দেখা হচ্ছে তাঁর। খালেদা জিয়ার এবারের লন্ডন সফরে দলীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে বলে মনে করছেন দলটির শীর্ষ নেতারা। সে কারণে বিএনপির নেতাকর্মীদের আগ্রহ এখন এই সফরকে ঘিরে।