মেহেরপুরে দারিদ্র বিমোচন সংস্থার মতবিনিময় সভা
- আপলোড টাইম : ০৫:২২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭
- / ৩৯৫ বার পড়া হয়েছে
মেহেরপুর অফিস: মেহেরপুর-এর দারিদ্র বিমোচন সংস্থার আয়োজনে সদর উজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কুতুবপুর ইউনিয়র পরিষদ ও ৯টি সমৃদ্ধি কেন্দ্রের সদস্যদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল রোববার বিকালে মেহেরপুর-এর দারিদ্র বিমোচন সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর-এর সভপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমেদ, বিশেষ অতিথি ছিলেন পিকেএসএফ-এর কার্য পর্ষদের সদস্য ড.এমএ কাশেম, প্রফেসর শফি আহম্মেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশিক্ষণ) ড. জসিমউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যলয়ের সাবেক অধ্যাপক ড.জায়েদা আহম্মেদ, মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ আহম্মেদ মিরন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাম কাউছার, জাফিরন নেছা,রশিদা খাতুন প্রমুখ । এর আগে পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমেদ দারিদ্র বিমোচন সংস্থার উদ্দ্যোগে সদর উপজেলার উজলপুর গ্রামে সমৃদ্ধি কেন্দ্রের উদ্বোধন করেন । পরে তিনি কতুবপুর ইউনিয়নের শিবপুর গ্রামে ডিবিএস-এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন । এ সময় পিকেএসএফ-এর কার্য পর্ষদের সদস্য ড.এমএ কাশেম, প্রফেসর শফি আহম্মেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশিক্ষণ) ড. জসিমউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যলয়ের সাবেক অধ্যাপক ড.জায়েদা আহম্মেদ, দারিদ্র বিমোচন সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, সমন্বয়কারী জালালউদ্দিন সেখানে উপস্থিত ছিলেন । এদিকে এর আগে পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমেদ উজলপুর গ্রামে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় ।