আলমডাঙ্গায় শারীরিক নির্যাতনে অভিযোগে থানায় মামলা দায়ের
- আপলোড টাইম : ০৫:১৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭
- / ৩৭৪ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা জেহালা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা হকাজ্জেলের মেয়ে পায়রা খাতুনকে তার স্বামীর বাড়ি আলমডাঙ্গার শিবপুর গ্রামের সাজিবুলের স্ত্রী তাছলি (৫০), এনামুলের স্ত্রী সেলিনা খাতুন (৪৫), ওল্টু মেম্বারের স্ত্রী রেহেনা খাতুন (৪৫), মধু মিয়ার স্ত্রী নিলুফা খাতুন (৪০), রেবেকা খাতুন (৩৮), স্বামী অজ্ঞাত, রকি মিয়ার স্ত্রী শাহানাজ (৪০), মুক্তিযোদ্ধা হকাজ্জেলের মেয়ে ও খোকন মিয়ার স্ত্রী পায়রা খাতুনকে পুকুরে গোসল করতে গেলে অকথ্য ভাষায় গলি-গালাজ করতে থাকে। নিষেধ করলে তাকে মাটিতে ফেলে কিল ঘুষি মারতে থাকে। এরা সকলেই শিবপুর রিফিউজি পাড়ার উল্লেখ করে আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন।
গতকাল বিকাল ৪টার দিকে বীর মুক্তিযোদ্ধা হকাজ্জেল তার স্ত্রী ও তার কন্যা পায়রা খাতুনকে নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উপস্থিত হয় এবং মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দারের কাছে ঘটনা খুলে বলেন। শফিউর রহমান জোয়ার্দ্দার থানা অফিসার ইনচার্জকে ঘটনা জানালে উনি একটি অভিযোগ দায়ের করতে বলেন। এরপর মুক্তিযোদ্ধা হকাজ্জেল আলমডাঙ্গা থানায় উল্লেখিত মহিলাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।