দামুড়হুদা গোবিন্দহুদা গরু চুরির অপবাদ দিয়ে মহিলাকে গাছের সাথে বেঁধে অমানুষিক নির্যাতন
- আপলোড টাইম : ০৫:১৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭
- / ৪৮২ বার পড়া হয়েছে
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার চিৎলা গ্রামে গত শুক্রবার সন্ধ্যার কিছু আগে স্বামীকে গরু চুরির অপবাদ দিয়ে স্ত্রীকে গাছের সাথে বেঁধে রেখে মধ্যযুগীয় কায়দায় অমানুষিক নির্যাতন চালানো হয়েছে বলে জানা গেছে। ঘটনার বিস্তারিত জানার জন্য চিৎলা গ্রামে গেলে কেউ কিছু জানে না বলে সাংবাদিকদের জানান। এছাড়া নির্যাতনের স্বীকার হওয়া দামুড়হুদা চিৎলা পশ্চিমপাড়ার তরল আলীর স্ত্রী হিয়া বেগম (৪৫) কে পাওয়া যায়নি। এবিষয়ে দামুড়হুদা থানার ডিউটি অফিসারের নিকট জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে জানান। এবিষয়ে দামুড়হুদা ওসিকে মোবাইলে কল দিলে তিনি এই প্রতিবেদকের ফোন রিসিভ করেননি।
দামুড়হুদা চিৎলা পশ্চিমপাড়ার তরল আলীর স্ত্রী হিয়া বেগম (৪৫) কে গরু চুরির অপবাদ দিয়ে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় অমানুষিক নির্যাতনের ঘটনায় ওই অনেকের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে বলে জানা যায়। তবে, এঘটনায় ইউপি মেম্বার লুৎফর মল্লিক, একই গ্রামের কাজী ও তার ছেলে ফয়সাল, তেলু শেখের ছেলে টাক সিরাজের নামে অভিযোগ উঠলেও কোন প্রমাণ পাওয়া যায়নি।